Jenish Farzana Tania

Jenish Farzana Tania

About

About

জেনিস ফারজানা তানিয়া একজন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা। কাজ করছেন যশোরের হাতের কাজের শাড়ি, থ্রিপিচ, পাঞ্জাবি, শাল নিয়ে। বর্তমানে তিনি দেশি পণ্য ও দেশি পণ্যের ই-কমার্সকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।

তার জন্ম, বেড়ে উঠা ও লেখাপড়া নিজ জেলা মাগুরায়। এলএলবি পাশ করে তিনি আইনজীবী হওয়ার পরিবর্তে নিজের পরিচয় ও ক্যারিয়ার দাঁড় করিয়েছন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা হিসেবে।

মূলত ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল যশোরের হস্তশিল্প নিয়ে। তার অধীনে কাজ করছেন এক কর্মী বাহিনী। তাদের সবাই গ্রামীণ নারী। তাদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম আর ক্যারিয়ার জেনিস ফারজানা তানিয়ার স্বপ্নের সাথে মিশে আছে একই সুতায়।

About founder of Alias Collection
About owner & founder of Alias Collection

প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সমাজে নিজেকে এগিয়ে রাখতে তিনি সম্পন্ন করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ এর তৈরি করা আরিফা মডেল গাইডলাইন। এরফলে তিনি দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্ন ও দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির নেতৃত্বে। দেশের জিআই পণ্যের সংখ্যা বাড়াতেও ভূমিকা রাখছেন জেনিস তানিয়া। তিনি স্বপ্ন দেখেন আলিয়া’স কালেকশন এগিয়ে নেওয়ার পাশাপাশি ই-কমার্স খাতের উন্নয়নে অবদান রাখার। এ কারণে বিভিন্ন অনুষ্ঠানে দেশি পণ্য, জিআই পণ্য, দেশি পণ্যের ই-কমার্স ইত্যাদি নিয়ে তিনি বক্তব্য দেন।

জিআই ও কৃষি পণ্য নিয়ে বক্তব্য দিচ্ছেন জেনিস তানিয়া

Table of Contents