পিরোজপুরের সম্ভাব্য জিআই পণ্য

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর একটি পিরোজপুর। এই জেলা বঙ্গপো সাগর সহ অসংখ্য নদনদী ও খালবিলে ভরপুর। সম্প্রতি মাল্টা উৎপাদন করে বেশ সুনাম কুড়িয়েছে। এই মাল্টা এখন পিরোজপুরের জেলা ব্র্যান্ডিং পণ্য। বেশ কিছু পণ্য জিআই স্বীকৃতি অর্জনে সকল শর্তপূরণ করতে সক্ষম হলেও একটিও জিআই পণ্য নেই পিরোজপুরে। তাই আজকে আলোচনা করছি পিরোজপুরের সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।

পিরোজপুরের সম্ভাব্য জিআই পণ্য দড়ি
পিরোজপুরের সম্ভাব্য জিআই পণ্য দড়ি

পিরোজপুরের সম্ভাব্য জিআই পণ্য দড়ি

পিরোজপুরে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন হয়। এসব ছোবড়া থেকে তৈরি করা হয় দড়ি। যেই দড়ির কদর জাহাজ শিল্প সহ অন্যান্য কাজে ব্যবহার হয়। ছোবড়া থেকে উৎপন্ন দড়ি দেশের চাহিদা মিটানোর পাশাপাশি যায় কানাডা, চীন, ইংল্যান্ড সহ নানা দেশে। এই দড়ির জিআই স্বীকৃতি অর্জন করা গেলে প্রান্তিক মানুষের ভাগ্য বদল সহ দেশ বিদেশের চাহিদা বৃদ্ধি পাবে।

পিরোজপুরের কাঠ
পিরোজপুরের কাঠ

পিরোজপুরের কাঠ

পিরোজপুরের পাশেই বঙ্গপোসাগর। নদ নদী আর খাল বিল ছাড়াও রয়েছে সুন্দরবনের যোগসাজ। সুন্দরবনের কাঠ বিক্রি করার জন্য গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে নেছারাবাদ উপজেলার কাঠের পাইকারি বাজার। উন্নত মানের কাঠ কেনার জন্য ক্রেতারা আসেন দূরদূরান্ত। জেলার আর্থিক অবস্থার উন্নতিতে কাঠ দারুণভাবে অবদান রখে আসছে বহুকাল ধরে। তাই এই কাঠ জিআই স্বীকৃতি অর্জনের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে ব্যবসার সম্ভাবনাকে উন্মুক্ত করতে পারে।

পিরোজপুরের নৌকা
পিরোজপুরের নৌকা

নৌকা

নদী আর খাল বিল নিয়ে গঠিত পিরোজপুর জেলা। এ জেলার যানবাহনের মধ্যে নৌকা অন্যতম। এদিক সেদিক যাওয়া সহ ফলস ও অন্যান্য  কাছে নৌকার ব্যবহার অনেক বেশি। এসব নৌকাও তৈরি হয় পিরোজপুরে। বিক্রি হয় স্থানীয় বাজারে। পিরোজপুরের নৌকা নিজ জেলা ছাড়াও চাহিদা পূরণ করে আশেপাশের জেলাগুলোর। যার ফলে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতাদের আগমন ঘটে। নৌকাকে কেন্দ্র করে পিরোজপুরে একাধীক শতবর্ষী হাট রয়েছে। এই নৌকাকে ধরা হয় পিরোজপুরের ঐতিহ্যের অংশ। জিআই স্বীকৃতির জন্য চেষ্টা করা যেতে পারে পিরোজপুরের নৌকা নিয়ে।

Leave a Reply

Scroll to Top