মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট

মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট

মানিকগঞ্জের তাঁতের শাড়ির প্রচারের লক্ষ্যে গত ১৫ মে (২০২২) তারিখে একটি অফলাইন ইভেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে ১৩০টি তাঁতের শাড়ি কিনে নেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। কেউ কেউ আবার বাসায় বসেও অনলাইনে অর্ডার করেন মানিকগঞ্জের তাঁতের শাড়ি।

এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিএমপির এডিসি লিগ্যাল অ্যাফেয়ার্স মাহমুদা আফরোজ লাকী, ই-ক্যাবের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার, আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া ও ডিজিটাল পল্লী প্রকল্পের দায়িত্বশীলরা।

মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট
মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্টে বক্ত্য দিচ্ছেন ইডিসির উপদেষ্টা রাজিব আহমেদ

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে ডিজিটাল প্রকল্প নাম একটি পাইলট প্রকল্প কাজ করে মানিকগঞ্জ উপজেলার সাটুরিয়া উপজেলায়। এই প্রকল্পের আওয়াত সাটুরিয়ার তাঁত পণ্যগুলো সকলের সামনে উঠে আসে। আর প্রকল্পের ডকুমেন্টেশনের কাজ করার সুযোগ পায় ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার তথা ইডিসি। এরই অংশ হিসেবে অফলাইনে অনুষ্ঠিত হয় শাড়ি বিক্রির প্রথম ইভেন্ট।

মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্টে বক্তব্য রাখছেন জেনিস তানিয়া
ইভেন্টে বক্তব্য রাখছেন আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী, জেনিস তানিয়া

জেনিস ফারজানা তানিয়া তার বক্তব্যে বলেন, “রাজিব আহমেদ স্যারের প্রচেষ্টায় দেশি পণ্য কেন্দ্র করে ফেসবুকে প্রায় শতাধিক গ্রুপ তৈরি হয়েছে। মানিকগঞ্জের তাঁতের শাড়ি প্রচারের গ্রুপগুলো দারুণভাবে অবদান রাখতে পারে। আলিয়া’স কালেকশন আমাদের ব্যবসায়ী উদ্যোগ হলেও সেখানে আমরা মানিকগঞ্জের তাঁতের শাড়ি নিয়ে লিখছি, ছবি শেয়ার করছি এবং মেম্বারদেরও উৎসাহীত করছি। আমাদের মেম্বারগণ খুবই আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন মানিকগঞ্জের শাড়ির প্রচার ও ব্যবহারে।” তিনি আরও বলেন, “দেশি পণ্যের ১০০ গ্রুপ এগিয়ে আসলে প্রতিদিন হাজার হাজার পোস্ট আসবে মানিকগঞ্জের তাঁতের শাড়ির নিয়ে। যা আলাদা বাজার তৈরি করতে অবদান রাখবে।”

Scroll to Top