দ্বীপ জেলা ভোলা নামে সর্বমহলে পরিচিত। ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে ভোলায়। পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থানে ভোলা। এছাড়াও এখানে ধরা পড়ে জাকে জাকে ইলিশ। এছাড়াও রয়েছে প্রাকৃতি খনিজ সম্পদ। এখানকার মানুষের জীবনমানেও রয়েছে বৈচিত্র। ভোলার অর্থনীতিতে শক্তিশালী করতে এবং ব্র্যান্ডিং এ নতুন মাত্রা যোগ করতে জিআই পণ্য যুক্ত হতে পারে। তাই আজকে আলোচনা করবো ভোলার সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।
ভোলার সম্ভাব্য জিআই পণ্য সুপারি
সুপারি বেশ প্রচলিত বেশ প্রলিত একটি খাদ্য পণ্য। সারাদেশেই সুপারির জনপ্রিয়তা রয়েছে। বহুকাল ধরে সুপারি উৎপাদন হয় দ্বীপরাণী ভোলায়। এখানকার সুপারির রয়েছে প্রাচীন ইতিহাস। রাস্তা দুই পাশে থরে থরে চোখে পড়ে সুপারি বাগান। ভোলার সুপারি পার্শ্ববর্তী জেলাগুলো সহ যায় সারাদেশে। ইতিহাস পাওয়ার সুযোগ আছে প্রাচীন বই পত্রে। এই সুপারি পরিপক্ক অবস্থায় টক টকে লাল রং ধারণ করে। যা অন্য অঞ্চলের সুপারির গায়ে হলুদাভাব দেখা যায়।