লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য

৫টি উপজেলা নিয়ে গঠিত দেশের পশ্চিমাঞ্চরের একটি জেলা লালমনিরহাট। কৃষি থেকে জীবিকা উপার্জন করেন এখানকার মানুষ। এ জেলার মানুষের অর্থনৈতিক বৈচিত্র আনতে জিআই স্বীকৃতি কিছুটা অবদান রাখতে পারে। তাই আজকে লিখব লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।

লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য

লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য তামাক
তামাক

তামাক

লালমনিরহাটের কৃষকের কাছে তাকাম অর্থকরী ফসল। তারা বিঘার পর বিঘা জমিতে তামাক চাষ করে। এই চাষাবাদ হয়ে আসছে বংশপরম্পরায়। তামাক বিক্রয় নিয়ে তাদের ভাবতে হয় না। কোম্পানী কিনে নিয়ে যায়। প্রয়োজন হলে অগ্রিম টাকা পয়সা দেয় কোম্পানী। আর তামাক চাষে কষ্ট বেশি হলেও খরচের পরিমাণ কম। তামাক জিআই স্বীকৃতি আওতায় আসলে রপ্তানির সুযোগ বাড়বে।

লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য ভুট্টা
ভুট্টা

ভুট্টা

লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্যের মধ্যে ভুট্টা অন্যতম। ৩ দশকের বেশি সময় ধরে ভুট্টার চাষ প্রতি বছরই বাড়ছে লালমনিরহাটে। কৃষকের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চাষযোগ্য জমির পরিমাণ বাড়ছে। ভুট্টা লালমনিরহাটের কৃষকের কাছে একটি অর্থকরি ফসল। তিস্তার চরের পাশাপাশি পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক হারে চাষ হয় ভুট্টা। এর উপর নির্ভর করে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে। যা এখানকার কর্মসংস্থান বৃদ্ধি করছে।

2 thoughts on “লালমনিরহাটের সম্ভাব্য জিআই পণ্য”

  1. মো. খাদেমুল ইসলাম রতন

    লালমনিরহাটের নুড়ি পাথর সারা দেশে বিখ্যাত

Leave a Reply

Scroll to Top