পঞ্চগড়ের সম্ভাব্য জিআই পণ্য

দেশের সর্ব উত্তরে তথা সীমান্ত জেলা পঞ্চগড়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে প্রত্যেক জেলা থেকে জিআই পণ্য করার কথা থাকলেও পঞ্চগড় থেকে এখনো একটিও আবেদন হয়নি তাই আজকে লিখবো পঞ্চগড়ের সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।

পঞ্চগড়ের সম্ভাব্য জিআই পণ্য

পঞ্চগড়ের সম্ভাব্য জিআই পণ্য
পঞ্চগড়ের চা

পঞ্চগড়ের চা

পঞ্চগড়ে সমতল ভূমিতেই চাষ হচ্ছে চা। প্রতি বছর বাড়ছে চায়ের চাষ যোগ্য এলাকা। এই চা শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাগান, ফ্যাক্টরি ও পর্যটন এলাকা। এখানকার চা রপ্তানির মাধ্যমে আয় হয় বৈদেশিক মুদ্রা। পঞ্চগড়ের চাকে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার ফসল। তিনিই সর্বপ্রথম পঞ্চগড়ে চা চাষের কথা চিন্তা করেছিলেন। এরপর চা শিল্পের মাধ্যমে বদলে যেতে থাকে পঞ্চগড়ের অর্থনীতি। এই চা জিআই স্বীকৃতি পেলে রপ্তানি বাজাড় সম্প্রসারণ হবে।

পঞ্চগড়ের সম্ভাব্য জিআই পাথর
পঞ্চগড়ের পাথর

পঞ্চগড়ের পাথর

পঞ্চগড়ের পাথর একটি সম্ভাবনাময় খাত। এটি পঞ্চগড়ের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এই পাথর জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করলে পঞ্চগড়ের পাথর শিল্পে ইতিবাচক উন্নতি হবে। এরফলে কর্মসংস্থান ও দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

Leave a Reply

Scroll to Top