রিডারস হ্যাংআউট

রিডারস হ্যাংআউট

পড়ুয়াদের নিয়ে 6th Reader’s Hangouts আয়োজন করেছে বই পড়ুয়াদের ফেসবুক গ্রুপ সোয়াপি বুকস।

গত ২রা মার্চ ২০২১ এই হ্যাংআউট আয়োজন হয় ধানমন্ডির উইমেন ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ)-এ। এতে অংশগ্রহণ করেছেন বই পড়ুয়াদের একাংশ। তারা আলোচনা করেছেন বই পড়ার অভ্যাস, বইয়ের নেশা, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা ইত্যাদি নিয়ে। তাদের সাথে অংশ নিয়েছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ।

বই পড়ার আরো বেশি উৎসাহ দিতে কয়েকজনকে বই উপহার দেন রাজিব আহমেদ।

পড়া ও কাজ গাঁথা একই সুতায়
পড়া ও কাজ গাঁথা একই সুতায়

যেহেতু বই পড়া ছোটবেলা থেকেই পছন্দ আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়ার এবং যুক্ত আছেন সোয়াপি বুকস ফেসবুক গ্রুপে, তাই তিনিও অংশ নিয়েছেন রিডারস হ্যাংআউটে। এই অনুষ্ঠানে একগুচ্ছ বই সহ ছবি তোলতে দেখা যায় ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ ও জেনিস ফারজানা তানিয়াকে।

উল্লেখ্য, রাজিব আহমেদ তাঁর ফেসবুক ফলোয়ারদের মাঝে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে প্রতি নিয়ত চেষ্টা করছেন। তিনি সোয়াপি বুকস ফেসবুক গ্রুপের মাধ্যমে সেবা প্রকাশনির কিশোর ক্লাসিক সিরিজটি জনপ্রিয় করেছেন। তাঁর প্রচেষ্টার ফলে হাজার হাজার মানুষ পরিচিত হয়েছেন কিশোর ক্লাসিক সিরিজের সাথে এবং পড়ে রিভিউ দিয়েছেন ফেসবুকে।

কিশোর ক্লাসিক
কিশোর ক্লাসিক
Scroll to Top