দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে ”বাংলাদেশে ট্রেডমার্ক সুরক্ষা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ই আগষ্ট পুরান ঢাকার ওয়েস্টার্ন গার্ডেন রেস্টুরেন্টে “বাংলাদেশে ট্রেডমার্ক সুরক্ষা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) প্রেসিডেন্ট কাকলী তালুকদার, ভাইস প্রেসিডেন্ট নিগার ফাতেমা, ট্রেজারার উম্মে সাহেরা এনিকা, আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া সহ দেশি পণ্যের ৫০ জন ই-কমার্স উদ্যোক্তা।
৫ ঘণ্টার এই কর্মশালা পরিচালনা করেন মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক, ট্রেডমার্কস (ডব্লিউটিও এবং আন্তর্জাতিক বিষয়ক) (অতিঃ দায়িত্ব), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়।
দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা যেন তাদের উদ্যোগ ও পণ্যের আইনি সুরক্ষা পেতে পারে সেই লক্ষ্যে তাদের জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা কল্পে ইডিসির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা হাতে কলমে ট্রেডমার্ক আবেদন পদ্ধতি সহ সকল প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পায়। এছাড়াও তারা নানা রকম প্রশ্নের মাধ্যমে নিজেদের জ্ঞান সমৃদ্ধি করার সুযোগ পায়।