পার্বত্য জেলাগুলোর মধ্যে বান্দরবান অন্যতম। এখানে আদিবাসী জনগোষ্ঠীদের বসবাস বেশি। তাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এ জেলায় কোন জিআই পণ্য নেই। আজকে আলোচনা করবো বান্দরবানের সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।
পিনন, হাদি ও শাড়ি
পিনন ও হাদি চাকমা জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী পোশাক। এটি তারা নিজেরাই বুনে থাকে। মেয়েরা পরিধান করে এই পিনন ও হাদি। দুটি আলাদা বস্ত্র হলেও একই সাথে পরিধান করতে হয়। কোমরে পরিধান করা অংশকে বলা পিনন ও আচলের অংশকে বলা হয় হাদি।
এই পোশাকের রয়েছে নিজস্ব নকশা ও বৈশিষ্ট। যা একমাত্র তারাই ফুটিয়ে তোলতে পারে। বাঙালিদের মতো আদিবাসীদের পোশাকেও এসেছে বৈচিত্রতা। পিনন হাদির আদলে তারা তৈরি ও পরিধান করছে পিনন শাড়ি। এতেও রয়েছে ঐতিহ্যের ছাপ।
আদিবাসী জনযোগষ্ঠীর এই তিন ধরনের পোশাক জিআই পণ্যের জন্য চেষ্টা করতে পারে বান্দরবান থেকে।
আপু বান্দরবানে প্রায় ১২টা ক্ষুদ্র নৃ গোষ্ঠী। প্রত্যেক নৃ গোষ্ঠীর পিনন হাদী আলাদা। আবার বম দের রয়েছে তাদের নিজেদের তৈরি শাল, কম্বল, মাফলার।
জুমের আদা, হলুদ, জুমের চাল, বিন্নি চাল ইত্যাদিকেও জি আই পণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।