জিআই পণ্য বাণিজ্যিকীকরণ সেমিনার

জিআই পণ্য বাণিজ্যিকীকরণ সেমিনার

গত ২৩ জুলাই এনপিও সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের আয়োজনে “বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন, ব্যবস্থাপনা ও বাণিজ্যিকীকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়৷ উক্ত সেমিনারে সভাপতিত্ব করে খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, মহাপরিচালক, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুহম্মদ মেসবাহুল আলম, মহাপরিচালক(অতিরিক্ত সচিব), ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

এনপিও সম্মেলন কক্ষে রাজিব আহমেদ
অনুষ্ঠানে আলোচনা করছেন রাজিব আহমেদ

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি), প্রেসিডেন্ট, কাকলী তালুকদার, আলিয়া’স কালেকশেনের স্বত্বাধিকারী, জেনিস ফারজানা তানিয়া ও রিংকি’স অ্যাটায়ারের স্বত্বাধিকারী রেহমুমা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলেয়া খাতুন, পরিচালক, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, মোঃ জিল্লুর রহমান, পরিচালক (ট্রেডমার্কস ও জিআই), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক, ট্রেডমার্কস (ডব্লিউটিও এবং আন্তর্জাতিক বিষয়ক), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাবো), প্রতিনিধি, এসএমই ফাউন্ডেশন, প্রতিনিধি ও দেশি পণ্যের ৩০ জন ই-কমার্স উদ্যোক্তারা।

এনপিও সম্মেলন কক্ষে জেনিস তানিয়া
অনুষ্ঠানে জেনিস ফারজানা তানিয়া

অনুষ্ঠানে জিআই পণ্য বাণিজ্যিকীকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Scroll to Top