সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন শিল্প-নকশা ও ট্রেডমার্স অধিদপ্তর (ডিপিডিটি) একসাথে জিআই স্বীকৃতি দলো ৮টি পণ্যের। গত ২ ডিসেম্বর ডিপিডিটির ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেল। এর আগে সুন্দরবনের মধুর জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছে এই অধিদপ্তর।
গত ৫ ডিসেম্বর ডিপিডিটির মহারিচালক জনাব মুনিম হাসান স্বাক্ষরিত শেরপুরের ছানার পায়েসের জিআই সনদ পাওয়ার পর গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু বাকি ৭টি পণ্য নিয়ে তেমন কোন আলোচনা নেই, তাই আমরা সবগুলো পণ্যের একটা বিবরণী তুলে ধরার চেষ্টা করছি।
সম্প্রতি জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলো হল শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুংগি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতা বোরো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কুমারখালীর বেডশিট এবং দিনাজপুরের বেদানা লিচু। জার্নালে থাকা মুন্সীগঞ্জের পাতক্ষীর, টাঙ্গাইল মির্জাপুরের জুমর্কির সন্দেশ ও নওগাঁর নাক ফজলি আম খুব শীগ্রই জিআই পণ্যের তালিকা ভুক্ত হবে এই আশা রাখছি।
একসাথে জিআই স্বীকৃতি পাওয়া ৮ পণ্য:
সনদ ইস্যু | জিআই পণ্যের নাম | জিআই নং | আবেদনকারী |
৫/১২/২০২৪ | শেরপুরের ছানার পায়েস | ৪৪ | জেলা প্রশাসক, শেরপুর |
৫/১২/২০২৪ | সিরাজগঞ্জের লুংগি | ৪৫ | বাংলাদেশ তাঁত বোর্ড |
৫/১২/২০২৪ | গাজীপুরের কাঁঠাল | ৪৬ | জেলা প্রশাসক, গাজীপুর |
৫/১২/২০২৪ | কিশোরগঞ্জের রাতা বোরো ধান | ৪৭ | জেলা প্রশাসক, কিশোরগঞ্জ |
৫/১২/২০২৪ | অষ্টগ্রামের পনির | ৪৮ | জেলা প্রশাসক, কিশোরগঞ্জ |
৫/১২/২০২৪ | বরিশালের আমড়া | ৪৯ | জেলা প্রশাসক, বরিশাল |
৫/১২/২০২৪ | কুমারখালীর বেডশিট | ৫০ | বাংলাদেশ তাঁত বোর্ড |
৫/১২/২০২৪ | দিনাজপুরের বেদানা লিচু | ৫১ | জেলা প্রশাসক, দিনাজপুর |