মাগুরার হাজরাপুরী লিচু

মাগুরার হাজরাপুরী লিচু দেশের ৩৫তম জিআই পণ্যের মর্যাদা পেয়েছে। যা আমাদের অনেক দিনের। এটি একটি মৌসুমী ফল হলেও দেশে উৎপাদিত যেকোন লিচুর চেয়ে স্বাদে গুণে অনন্য। তাই হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতির জন্য আমরা কয়েক জন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা মাঠে নেমে যাই। কৃষকদের কাছে গিয়েছি তথ্য সংগ্রহ করতে, লাইব্রেরিতে গিয়েছি তথ্য উপাত্ত খুঁজে পেতে আবার ডিসি অফিসে গিয়েছি তাদেরকে দিয়ে জিআই স্বীকৃতি চেয়ে আবেদন করাতে। তারা আমাদের ডকুমেন্টেশন আন্তরিকতার সাথেই গ্রহণ করেছে এবং ২০২৩ সালের ২৩শে আগস্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

দীর্ঘ অপেক্ষার পর সকল যাচাই বাছাই সম্পন্ন করে ২০২৪ সালের ৩০শে জুন জার্নাল প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)। এরপর এ বছর আন্তর্জাতিক মেধাসম্পদ দিবসে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের হাত থেকে হাজরাপুরী লিচুর জিআই সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে জেলা প্রশাসক, মাগুরা। দিনটি আমাদের জন্য আনন্দের।

মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য

মাগুরার হাজরাপুরী লিচু নিয়ে আমার ভাবনাঃ

হাজরাপুরের লিচুর বাণিজ্যিক সম্ভাবনা – জাগো নিউজ (১২ মে ২০২৫)

হাজরাপুরী লিচুর জিআই (Geographical Indication) স্বীকৃতি উপলক্ষে এবং মৌসুমি ফল সংগ্রহের শুভসূচনা উপলক্ষে জেলা প্রশাসক, মাগুরার উদ্যোগে চমৎকার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। আমার বক্তব্য ছিল, লিচুর পরবর্তী ধাপে করণীয় নিয়ে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী ও আমাদের প্রাণপ্রিয় কৃষক সমাজ। এই অনুষ্ঠানের কিছু সংবাদঃ

মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই স্বীকৃতি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মৌসুমের প্রথম লিচু সংগ্রহ ও মেলা উদ্বোধন – মাগুরা নিউজ টিভি (১১ মে ২০২৫)

Leave a Reply

Scroll to Top