মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট

মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট

ডিজিটাল পল্লী প্রকল্পের তাঁতের শাড়ির ইভেন্ট যৌথ ভাবে আয়োজন করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এই ইভেন্ট বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর ”ডিজিটাল পল্লী” প্রকল্পের একটি ইভেন্ট।

তাঁতের শাড়ির ইভেন্ট
তাঁতের শাড়ির ইভেন্টে বক্তব্য প্রদান করছেন, আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারি জেনিস তানিয়া

দেশি পণ্যের প্রচারে ফেসবুক গ্রুপের অবদান ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন জেনিস ফারজানা তানিয়া। তিনি বলেন, “বর্তমানে আমরা সবচেয়ে বেশি সময় দিই ফেসবুকে। তাই দেশি পোশাক প্রচারের জন্য ফেসবুক সেরা মাধ্যম। ফেসবুক গ্রুপগুলোতে যেহেতু টু ওয়ে কমিউনিকেশন (উভয় পক্ষের যোগাযোগ) হয় তাই দেশি পোশাক প্রচারে জুড়ি মেলা ভার।” তিনি আরও বলেন, আমাদের আলিয়া’স কালেকশন ফেসবুক গ্রুপ দেশি পণ্যের প্রচারের জন্য উন্মুক্ত। আমরা নিজেরা দেশি পোশাক নিয়ে পোস্ট দেওয়ার পাশাপাশি মেম্বারদেরও উৎসাহীত করছি। তারাও আনন্দ নিয়ে পোস্ট দেয়। এখানে কোন সরাসরি বিক্রির পোস্ট দেওয়া হয় না। এরপর বেশ ভালোভাবেই বিক্রি বাড়ছে।”

মানিকগঞ্জের তাঁতের শাড়ির কেনাকাটা
মানিকগঞ্জের তাঁতের শাড়ির কেনাকাটা

এই ইভেন্টের অন্যরকম সফলতা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ১৩০টি মানিকগঞ্জের শাড়ি বিক্রি হয়ে যায়। ইতিপূর্বে মানিকগঞ্জের তাঁতের শাড়ি সম্পর্কে প্রায় সবাই ছিল অজানা। এগুলোর পরিচিতি ছিল টাঙ্গাইলের তাঁতের শাড়ি হিসাবে। প্রচারের অভাবে এমনটা হয়েছে মূলত।

দেশি তাঁতের থ্রিপিসের প্রচারে অবদার রাখায় এই ইভেন্টে ক্রেস্ট
দেশি তাঁতের থ্রিপিসের প্রচারে অবদার রাখায় এই ইভেন্টে ক্রেস্ট

দেশিয় তাঁতের থ্রীপিচের প্রচারের উদ্দেশ্যে ঈদ কে সামনে রেখে ইপ্পি শপিং এর স্বত্বাধিকারি পপি সরকারের কাছ থেকে ১০ টি থ্রীপিচের ক্রেতা হন আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারি জেনিস ফারজানা তানিয়া। এবং এই থ্রিপিসগুলো নিয়ে তিনি ফেসবুকে নিয়মিত লিখেছেন। যার ফলে শত শত মানুষ জেনেছে এই দেশি থ্রিপস সম্পর্কে। দেশি তাঁতের থ্রিপিসের প্রচারে অবদার রাখায় এই ইভেন্টে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় জেনিস তানিয়াকে।

Scroll to Top