জিআই পণ্য নিয়ে বিসিক ও ইডিসির বৈঠক

জিআই পণ্য নিয়ে বিসিক ও ইডিসির বৈঠক

ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য নিয়ে বিসিক ও ইডিসির বৈঠক হয়েছে গত ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। এতে উপস্থিত ছিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান ও ই-কমার্স ডেভলাপমেন্ট সেন্টার (ইডিসি)-এর প্রেসিডেন্ট কাকলী তালুকদারসহ উভয় প্রতিষ্ঠানের সদস্য ও কর্মকর্তারা।

বিসিক চেয়ারম্যান স্যারকে ফুল প্রদান
ইডিসির পক্ষ থেকে বিসিক চেয়ারম্যান মহোদয়কে ফুল প্রদান

বিসিকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় উভয় প্রতিষ্ঠান একত্রে দেশের জিআই পণ্য বৃদ্ধি ও দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের ব্যাপারে। বিসিক ও ইডিসি কাজ করতে চায় একসাথে।

উক্ত মিটিং এ ইডিসির পক্ষে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট নিগার ফাতেমা, ট্রেজারার উম্মে সাহেরা এনিকা, সেবতি’স ড্রেস কর্ণানের স্বত্বাধিকারী আরজেনা হক সেবতি, আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া, দোলা রোদেলা বুটিক’সের স্বত্বাধিকারী আইরিন আক্তার রিতা, আকৃতার স্বত্বাধিকারী সঞ্চিতা বসাক, সহজ সাধ্যের স্বত্বাধিকারী ক্যামেলিয়া রহমান, শুধিই মিষ্টির স্বত্বাধিকারী মিফতাহুল জান্নাত, খাদিবিডির স্বত্বাধিকারী প্রতাপ পলাশ ও আওয়ার শেরপুর এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন

বিসিক ও ইডিসির বৈঠকে
বিসিক ও ইডিসির বৈঠকে আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী, জেনিস ফারজানা তানিয়া
Scroll to Top