দক্ষতা উন্নয়নের মডেল
৩ সেপ্টেম্বর ২০২৩: “আরিফা মডেল একটি দক্ষতা উন্নয়নের মডেল। এটি সকলের জন্য উন্মুক্ত। যে কেউ সময় দিয়ে নিজেকে দক্ষ করতে পারে। এটি শিক্ষার্থী, চাকরি প্রার্থী, চাকরিজীবী, গৃহিণী, উদ্যোক্তাসহ সকলের জন্যই উন্মুক্ত। আজকে আমি আমার দৃষ্টি থেকে আরিফা মডেল নিয়ে আলোচনা করবো। কারণ আমি আরিফা মডেল থেকে নানাভাবে উপকৃত হয়েছি। যা আমার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের দারুণভাবে অবদান রাখছে।
রাজিব আহমেদ স্যারকে আমি পেয়েছি উই গ্রুপে। তখন থেকে স্যারের প্রতিটি আইডিয়া আমাকে অনুপ্রাণীত করেছে। আরিফা মডেলও তেমনই একটি আইডিয়া। যখন থেকে দেখলাম এটি দক্ষতা উন্নয়ন এর মডেল তখন থেকে নিজেও অনুসরণ করতে শুরু করি। আর কিছুদিন পর থেকে নিজের উন্নতি নিজেই উপলদ্ধি করেছি। আমি আগে জনসম্মুখে কথা বলতে খুবই ভয় পেতাম। এখন আত্মবিশ্বাস ও আনন্দের সাথে কথা বলতে পারি। এটি আরিফা মডেল থেকে পাওয়া আমার প্রথম ও অন্যতম অর্জন।”
Table of Contents
প্রথম পোস্ট: ফেসবুক।