আরিফা মডেল আত্মবিশ্বাস বাড়ায়
৪ সেপ্টেম্বর ২০২৩: ”আরিফা মডেলের কারণে আমার লেখাপড়ার জড়তা দূর হয়েছে। ১৫ বছর কৃতিত্বের সাথে লেখাপড়া করলেও নিজের ভাষায় লেখার এবং কথা বলার সাহস আমার তেমন ছিল না। তবে পরিক্ষার খাতায় লিখতে পারতাম খুব ভালোভাবে। কিন্তু ক্যারিয়ারে এসে দেখলাম নিজের পণ্য, কাস্টমার, অর্জন ইত্যাদি নিয়ে প্রতিনিয়ত কনটেন্ট লিখতে হয়। কিন্তু তা বেশ কঠিন ছিল আমার কাছে। এ কারণে আগে তেমন লেখা হতো না, লিখলেও বাংলিশ লেখা হতো।
আরিফা মডেলের কারণে আমার এই দূর্বলতাগুলো দূর হয়ে আত্মবিশ্বাসে রূপ নিয়েছে। আগে যেখানে দিনে একটা পোস্টই দেওয়া সম্ভব হতো না, এখন দিনে অনেকগুলো পোস্ট দিই নিজের প্রোফাইল, গ্রুপ ও পেজে। বক্তব্যও দিই বিভিন্ন ইভেন্টে।
গত ২ বছরে ২৫+ ইভেন্টে বক্তব্য দিয়েছি। এর মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছি ২ টি ইভেন্টে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছি ৪টি ইভেন্টে এবং সভাপতিত্ব করেছি ১টি ইভেন্টে। এর পেছনে আমার শক্তি ও আত্মবিশ্বাস হিসেবে কাজ করেছে আরিফা মডেল। এ কারণে আমি রাজিব আহমেদ স্যারের প্রতি কৃতজ্ঞ। আরিফা আপুকে ধন্যবাদ। আপু ময়মনসিংহ থেকে নিয়মিত থাকার কারণেই আরিফা মডেল আমরা পেয়েছি।”
Table of Contents
প্রথম পোস্ট: ফেসবুক।