কনটেন্ট তৈরিতে আরিফা মডেল

কনটেন্ট তৈরিতে আরিফা মডেল

৫ সেপ্টেম্বর ২০২৩: ”বর্তমানে আমরা জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজে বাস করছি। তাই আমাদের সব কিছুতেই জ্ঞান ও প্রযুক্তির প্রভাব রয়েছে। বাস্তব জীবনে আমরা যেখানেই থাকি-না-কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি থাকছেই। বিশেষ করে ফেসবুকে। সেখানে দৈনন্দিত একটিভিটি তুলে ধরাসহ মতামত ও নিজের কাজের উপস্থিতি রাখছি। অনেক পোস্ট পড়ছি ও মন্তব্য করছি এবং নিজের কার্যক্রম তুলে ধরছি।

এই তো গতকাল আমরা সুতোর পরশের স্বত্বাধিকারী শামীমা নাসরিন আপুর নেতৃত্বে ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার আপুর সাথে ইডিসির থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান স্যারের সাথে মিটিং করেছি। সেই আপডেট আমরা ফেসবুকে জানিয়েছি।

মানিকগঞ্জের তাঁতের শাড়ির ইভেন্ট

আমার পণ্য, কাস্টমারদের নিয়ে লিখছি, উম্মে সাহেরা এনিকা আপুর ডাকা কালার ওয়েভে অংশগ্রহণ করছি। সেই সাথে প্রতিদিন রাজিব আহমেদ স্যার সহ অসংখ্য মানুষের পোস্ট পড়ে কমেন্ট করছি।

এসব করতে গিয়ে কিন্তু কোন পোস্টের সাথে কিংবা কমেন্টের সাথে কোনটার মিল থাকছে না। অর্থাৎ একই লেখা বার বার পোস্ট কমেন্ট করছি না। বরং প্রতিটি পোস্ট কমেন্ট হচ্ছে স্বতন্ত্র। আগে প্রতিদিন এতো এতো শব্দ লেখা সম্ভব ছিল না। রাজিব আহমেদ স্যারের তৈরি করা আরিফা মডেল শেষ করার কারণে যেকোন বিষয়ের উপর নিজের মতো করে পোস্ট কমেন্ট করা সহজ হয়ে গেছে।”

প্রথম পোস্ট: ফেসবুক

Scroll to Top