অনলাইন ব্যবসায় আরিফা মডেল

অনলাইন ব্যবসায় আরিফা মডেল

৬ সেপ্টেম্বর ২০২৩: “আরিফা মডেল আবিষ্কার হওয়ার আগে থেকেই আমি অনলাইন ব্যবসা শুরু করেছি। কিন্তু আরিফা মডেলের কারণে শক্ত অবস্থানে গিয়েছে আমার অনলাইন ব্যবসা। আগে আমি তেমন কনটেন্ট লিখতে পারতাম না। যার কারণে আমার ক্রেতারা বিস্তারিত জানতে পারতো না। আমি আগে বাংলায় গুছিয়ে লিখতে পারতাম না তাই হয়তো তারা আমার মেসেজের সকল উত্তর সহজে বুঝতে পারতো না। আগে একজন কাস্টমারকে রিপ্লাই দিতে যত সময় লাগতো এখন সেই সময়ে এবং একই সাথে অন্তত ১০ জন কাস্টমারকে রিপ্লাই দিতে পারি আলহামদুলিল্লাহ্।

যেহেতু পরিক্ষা পদ্ধতি নেই তাই হয়তো ফলাফল দেখানো সম্ভব না কিন্তু ওয়েভগুলোতে একসাথে অসংখ্য ক্রেতাকে রিপ্লাই দিতে পারি, এটাই আমার ফলাফল। আমার উন্নতি আমি নিজেই টের পাই তাই অন্যদের ফলাফল দেখিয়ে বা না দেখিয়ে কী হবে?

সবচেয়ে মজার বিষয় হলো একসাথে যখন কয়েকজন নক দেয় তখন তাদের মেসেজ থাকে আলাদা আলাদা। অর্থাৎ ১০ জন রিপ্লাই দিলে ১০ রকম উত্তর দিতে হয়। একই সাথে তা সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ্। তা সম্ভব হয়েছে আরিফা মডেলের কারণে।

মানিকগঞ্জের তাঁতের শাড়ি বিক্রি ইভেন্ট

এখন আমার ক্রেতাদের যেমন দ্রুত সময়ে উত্তর দিতে পারি তেমনি তাদেরকে নিয়ে আমি গুছিয়ে লিখতে পারি। যার ফলে কিছু ক্রেতা এবং শুভাকাঙ্খি তৈরি হয়েছে যারা সত্যিই আমার উদ্যোগের সম্পদ। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। আরিফা মডেল ছাড়া তা টাকা দিয়েও অর্জন করা সম্ভব ছিল না। কারণ আমি যদি কাউকে হায়ার করতাম এই কাজগুলোর জন্য তাহলে সে আন্তরিকতার সাথে তা সম্পন্ন করতে পারতো না। আমার ফেসবুক পাসওয়ার্ডও দিয়ে রাখা সম্ভব না যে, সে আমার হয়ে উত্তর দিবে। আর ক্রেতারা আমার প্রোফাইলে যতটা সহজে এবং আপন মনে করে মেসেজ দেয় তা পেইজে দেয় না। এই কথা স্বীকার করতে কোন দ্বিধা নেই। এই কারণে বলি আরিফা মডেল আমার ব্যবসার শক্তি।”

প্রথম পোস্ট: ফেসবুক

Scroll to Top