আরিফা মডেলে পাবলিক স্পিকিং

আরিফা মডেলে পাবলিক স্পিকিং

৭ সেপ্টেম্বর ২০২৩: ”আমাদের দৈনন্দিন জীবন এবং ক্যারিয়ারে নানাভাবে জড়িয়ে আছে ’সকলের সামনে গুছিয়ে কথা বলা’। ক্যারিয়ারে তা প্রতি পদে পদে। যখন থেকে রাজিব আহমেদ স্যারের ইভেন্টগুলোতে যাওয়া শুরু করেছি তখন থেকে স্যার উৎসাহ এবং সুযোগ দিয়েছেন মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার। জড়তা থাকলেও আরিফা মডেল শেষ করার কারণে আত্মবিশ্বাস ছিল কিছু বলার। হয়েছেও তাই।

অগণিত বার স্যার সুযোগ করে দিয়েছেন। কেবল আমাকে যে সেই সুযোগ দিয়েছেন তা না। ঢাকার বাহির থেকে যারা এসেছেন এবং উপস্থিত প্রায় সবাইকেই সুযোগ দেওয়া হয়েছে ইভেন্টগুলোতে। এরফলে একজনকে দেখে আরেকজনের পাবলিক স্পিকিং সাহস বেড়ে যায়। কারণ আপুরা বলে যাচ্ছে এবং আটকিয়ে গেলেও তাকে থামিয়ে দেওয়া হচ্ছে না। মূলত এই বিষয়গুলো আমাকে সাহস দিয়েছে।

সম্ভাব্য জিআই পণ্যের ডকুমেন্টেশন চ্যালেঞ্চ, অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক ইভেন্ট
সম্ভাব্য জিআই পণ্যের ডকুমেন্টেশন চ্যালেঞ্চ, অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক ইভেন্টে বক্তব্য প্রদান করছেন জেনিস ফারজানা তানিয়া

হাজবেন্ডের কারণে আগে বহুবার মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তবে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। অনেক সময় শর্ত দিতাম, আমাকে কথা বলতে না দিলেই কেবল আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। আসলে তখন সকলের সামনে কথা বলার উৎসাহ পেতাম না। তখন তো আরিফা মডেলই ছিল না। যাই হোক আমার অবস্থা বদলেছে তাই আমি সবসময় স্যারের প্রতি কৃতজ্ঞ!

যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সেমিনারে আমাকে সভাপতির চেয়ারে সম্মান দেওয়া হলো সেই দিনটা আমার ছিল সেরা একটি দিন। অতীতে স্বপ্নেও আমার এমন দিন প্রত্যাশা ছিল না। এই স্বপ্ন তৈরি এবং পূরণ করে দিয়েছে আরিফা মডেল। সেই সেমিনারটা স্বাভাবিকভাবেই অন্য যেকোন সেমিনার থেকে আলাদা এবং বিশেষ ছিল। আমি আরিফা মডেল শেষ করার কারণেই তা সফলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এর আগে মিরপুরের ইভেন্টে আমি বিশেষ অতিথি হয়েছি। বর্তমানে ইডিসি থেকে বিভিন্ন মিটিং ও সেমিনারে গিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ্। সবকিছু মিলিয়ে বলবো অতীতে যা অসম্ভব ছিল আরিফা মডেলের কারণে তা সম্ভব হয়েছে। এ জন্য আল্লার কাছে শুকরিয়া। এই মডেলের কারণে আমার পাবলিক স্পিকিং দক্ষতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই এ মডেলের মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যেতে চাই।”

তাঁত শিল্প ও জিআই পণ্য
তাঁত শিল্প ও জিআই পণ্য শীর্ষক ইভেন্ট

প্রথম পোস্ট: ফেসবুক

Scroll to Top