আরিফা মডেলে পার্সোনাল ব্র্যান্ডিং
৮ সেপ্টেম্বর ২০২৩: ”একজন ই-কমার্স উদ্যোক্তার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কতটা দরকার তা শিখেছি রাজিব আহমেদ স্যার থেকে। আগে আসলে জানতামই না পার্সোনাল ব্র্যান্ডিং উদ্যোক্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
২০২০ সাল থেকে স্যার ব্যক্তিগত পরিচিতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর সুফল আমরা পাচ্ছি ক্রেতা ও বিক্রেতা হিসেবে। ব্যক্তিগত পরিচিতির কারণে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আল্লাহর রহমতে আমি এখনো ঠকিনি আলহামদুলিল্লাহ্ এবং বিশ্বাস করি আমার দ্বারাও কেউ ঠকেনি।
পরিচিতি তৈরিতে আরিফা মডেলের ভূমিকা অপরিসীম। আরিফা মডেলের টাস্কগুলো করে ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে নিয়মিত আপডেট দিতে হয়। তা চলতে থাকে বেশ লম্বা সময় ধরে। এর ফলে নিয়মিত পোস্ট দেখে শতশত মানুষ চিনে যায়। যা একজন উদ্যোক্তার জন্য খুবই দরকারি। আর টাস্কগুলো শেষ করার কারণে নিজের লেখার উন্নতিও বেশ লক্ষ্য করা যায়। তাই যে কারো পড়তেও ভালো লাগে।
অনলাইন কেনাকাটায় আস্থা খুবই দরকারি। আমরা যাকে চিনি তার থেকে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আরিফা মডেলে একটিভ থাকার কারণে ক্রেতারও কেনাকাটা করতে আস্থা পায়।”
Table of Contents
প্রথম পোস্ট: ফেসবুক।