আরিফা মডেলে সার্চ করে পড়া
১৪ সেপ্টেম্বর ২০২৩: আরিফা মডেল শেষ করার কারণে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হয়। কারণ এই জার্নিটা অন্তত ৬ মাস পড়ার জার্নি। তাই টাস্কগুলো শেষ হয়ে গেলেও পড়ার আগ্রহটা থেকে যায়। যা নিজের উন্নতির জন্য সার্চ করে পড়ার অভ্যাস তৈরি করে। ইন্টারনেটের কারণে আমরা যেকোন বিষয়ে বিনামূল্যে বেসিক জ্ঞান অর্জন করতে পারি। অনেক ক্ষেত্রে অ্যাডভান্স জ্ঞানও অর্জন করতে পারি।
আরিফা মডেল চর্চা করার সময় প্রেজেন্টেশন পোস্টগুলো যখন শেষ করছিলাম তখন স্টার্টআপ, জেলা ওয়েবসাইট, পডকাস্ট, সিলিকন ভ্যালি, ডোমেইন-হোস্টিং, ব্লগ ইত্যাদি সম্পর্কে প্রথম জেনেছিলাম। তখন পোস্ট লেখার আগে এই গ্রুপে সার্চ করে পড়তে হতো। তারপর লেখতে হতো। সার্চ করার অভ্যাসটা তৈরি হয়েছে আরিফা মডেল থেকে। এর ফলে এখন প্রযুক্তির যেকোন বিষয়ে বেসিক জ্ঞান অর্জন করার জন্য আমি ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে সার্চ করে পড়ি। কারণ এখানে যেকোন টপিকে হাজার হাজার পোস্ট আছে। যেমন: জিআই নিয়ে কিছু জনাতে চাইলে এখানে অজস্র পোস্ট পেয়ে যাই। যা একদম আমাদের উপযোগী করে লেখা। তেমনি পেজ, গ্রুপ, মার্কেটিং কিংবা যেকোন বিষয়ে সন্তুষ্ট হতে পারি।
আমরা এখন জ্ঞান নির্ভর সমাজে বাস করছি। তাই প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হয়। আর শেখার জন্য সার্চ করে পড়া খুবই গুরুত্বপূর্ণ।