আরিফা মডেলে ইংরেজি চর্চা

আরিফা মডেলে ইংরেজি চর্চা

বর্তমানে আমরা জ্ঞান নির্ভর আধুনিক বিশ্বে বাস করছি। তাই ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা হয়েছে আমাদের কাছে। কারণ প্রযুক্তির কল্যাণে খুব সহজে বিশ্বের সাথে যোগাযোগ করার মতো সুযোগ হয়েছে। যোগাযোগ সেভাবে বিদেশিদের সাথে না করা হলেও নিয়মতি আর্টিকেল পড়তে হয়, ভিডিও, ডকুমেন্টেরি ইত্যাদি দেখা হয়। এছাড়া ক্যারিয়ারে ইংরেজির দক্ষতার কিছু এডভান্টেজ রয়েছে। সবমিলিয়ে ইংরেজি এখন গুরুত্বপূর্ণ একটি ভাষা।

আমাদের সমাজে যে একটু ভালো ইংরেজি জানে শিক্ষিত লোক হিসেবে তার কদর রয়েছে। যেকোন ক্ষেত্রেই ইংরেজি দক্ষতার কদর রয়েছে। তাই আমাদের শিক্ষা পদ্ধতিতেও ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়েছে বলা যায়। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক ক্লাসেই ইংরেজি পড়ানো হয়। উচ্চ শিক্ষাতেও ইংরেজি বাদ যায়নি। এই লম্বা সময় ধরে আমরা ইংরেজি পড়লেও এই ভাষাতে আমাদের দক্ষতা বা আত্মবিশ্বাস হয়নি। বরং ভয় বা হতাশাই গ্রাস করেছে।

ফিরে আসি আরিফা মডেলে। এই মডেলের লম্বা একটি জার্নিই হচ্ছে ইংরেজি চর্চা। তা শুরু হয় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবই ৫ বার করে রিডিং পড়ার মাধ্যমে। এরপর সার্চ ইংলিশ ওয়েবসাইটের ক্যাটাগরি পোস্ট, ১০০ দিন ইংরেজি পত্রিকা, ৩০/৫০টা ইংরেজি ম্যাগাজিন, বিশ্ববিখ্যাত লেখক ফিলিপ কটলারের ”প্রিন্সিফাল অফ মার্কেটিং” বই পড়তে হয়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে সার্চ ইংলিশ গ্রুপে নিয়মিত কমেন্ট করারও পরামর্শ দেন আরিফা মডেলের রূপকার রাজিব আহমেদ স্যার। তিনি আমাকেও বলেছেন সার্চ ইংলিশে সময় দিতে।

আরিফা মডেলে পাবলিক স্পিকিং

আরিফা মডেলে ইংরেজি চর্চা শুরু করার কয়েক দিনের মধ্যেই আমার মধ্যে ইংরেজি নিয়ে ভয় দূর হয়ে আত্মবিশ্বাস ও আগ্রহ সৃষ্টি হয়েছিল। ইংরেজি পাঠ্যবই পড়তে গিয়ে প্রথম প্রথম আনইজি লাগলেও শেষ পর্যন্ত বেশ উপভোগ করেছি। জিরো ক্যাটাগরি পোস্ট পড়ার সময় খুবই আনন্দ লেগেছে। এছাড়া যখন ইংরেজি পত্রিকা নিয়মিত পড়ছিলাম খুবই ভালো লাগছি। আস্তে আস্তে বুঝার ক্ষমতাও বেড়েছিল। এখন আমি ইংরেজি পড়তে ভয় পাই না একদম। প্রতিদিনই কোন না কোন আর্টিকেল ইংরেজিতে পড়া হয়। টুকটাক স্পোকেনও হয়।

গত মাসে আমরা পুরান ঢাকার আরিফা মডেল অনুসারিদের ৭ জন মিলে ইংরেজি একটা ভিডিও করেছি। আরিফা মডেল শেষ না করলে তা অসম্ভব ছিল আমার পক্ষে। আরিফা মডেলে ইংরেজি চর্চা থাকার কারণেই আমার ইংরেজিতে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ্। এ জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ।

আরিফা মডেলে ইংরেজি চর্চা
Scroll to Top