আরিফা মডেলের প্রেজেন্টেশন পোস্ট

আরিফা মডেলের প্রেজেন্টেশন পোস্ট

প্রেজেন্টেশন পোস্ট আরিফা মডেলের দ্বিতীয় টাস্ক। ১০ মিনিট রাইটিং পোস্ট শেষ করে জড়তা দূর হয়ে যায়। এরপর শুরু হয় প্রেজেন্টেশন পোস্টের চর্চা। গত পোস্টে আমি আলোচনা করেছি, প্রথমে আমরা ২ মিনিটে স্যারের পোস্ট পড়ে ৮-৯ মিনিটে কমেন্ট লিখতাম। যেহেতু এক এক করে ১২২টি পোস্ট শেষ করেছি তাই আত্মবিশ্বাস এবং লেখার মোটামুটি গতি এসেছে। এ কারণে পরের ধাপে যাওয়ার জন্য এটি আলাদা টাস্ক। এখানে ২ মিনিট বা ৮ মিনিটের কোন নিয়ম নেই।

রাজিব আহমেদ স্যার পার্সোনাল ওয়েবসাইটে ১০০টি টপিক দিয়েছেন, সেই অনুসারণে ১০০ প্যারাগ্রাফের মতো করে পোস্ট লিখতে হয়। তবে এখানে বলে রাখা ভালো, আমরা পরিক্ষার খাতায় যেভাবে ভূমিকা, ব্যাখ্যা ও উপসংহার দিয়ে প্যারাগ্রাফ লিখি আরিফা মডেলে তা করতে হয় না। মূলত আমাদের মাথায় যা আসে তাই লিখে থাকি। এর ফলে নিজের মতো করে লেখার চর্চা জোরালো হয়ে যায়।

আরিফা মডেল

১০ মিনিট রাইটিং পোস্ট শেষ করার পর প্রেজেন্টেশন পোস্টগুলো শেষ করে ফেললে আমরা খুব সহজে নিজেদের পণ্য, কাস্টমার ও উদ্যোগ নিয়ে লিখতে পারি, বলতে পারি। এর জন্য নোট করা কিংবা দীর্ঘ সময় ভাবতে হয় না। তাই বলা যায় আমরা স্কুল কলেজে যা শিখেছি সেই লেখাপড়াই যথাযথভাবে কাজে লাগাতে পারছি। স্কুল কলেজে আমরা লম্বা সময় ধরে লেখাপড়া করার কারণেই মাত্র কয়েকদিন আরিফা মডেল চর্চা করে নিজেদের আমুল পরিবর্তন লক্ষ্য করতে পারি।

বামে জেনিস তানিয়া, মাঝে রাজিব আহমেদ এবং ডানে কাকলী তালুকদার

আমাদের পোস্টগুলো সহজ ও সাবলিল হয়। তাই কারো বুঝতে অসুবিধা হয় না কখনো। এটি আমার প্রাপ্তি আলহামদুলিল্লাহ্

Scroll to Top