আরিফা মডেলে ক্যাটাগরি পোস্ট
ইংরেজি পাঠ্যবইগুলো প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫ বার করে আই রিডিং সম্পন্ন করার পরই শুরু হয় ক্যাটাগরি পোস্টের জার্নি। আমি যখন সার্চ ইংলিশ ওয়েবসাইট থেকে জিরো ক্যাটাগরি রিডিং করছিলাম তখন খুবই আত্মবিশ্বাস কাজ করছিল। কারণ জিরো ক্যাটাগরির সবগুলো পোস্টই রাজিব আহমেদ স্যারের লেখা। একদম সহজ ও সাবলিল হওয়ার কারণে বুঝতে অসুবিধা হয়নি একটুও। এ কারণেই আত্মবিশ্বাস বেড়েছে, কারণ মনে হচ্ছিল ইংরেজি পুরাই আয়ত্তে চলে এসেছে।
ওয়ান ক্যাটাগরি একটু অ্যাডভান্স ছিল। টু ক্যাটাগরি আরেকটু, থ্রি ক্যাটাগরি আকেরধাপ পরের। আবার ফোর ক্যাটাগরি থ্রি ক্যাটাগরির চেয়ে একটু সহজ ছিল। এই জার্নি মনে হয়েছিল পাঠ্যবইগুলোর মতো। যেমন ক্লাস ফাইভের চেয়ে সিক্স একটু অ্যাডভান্স, সেভের আরেকটু অ্যাডভান্স।
আমি বিশ্বাস করি ইংরেজি চর্চায় আগ্রহ আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পাঠ্যবইগুলোর পর ক্যাটাগরি গুলো খুবই ভালো মাধ্যম। আরিফা মডেল চর্চা করেই আমি জাতীয় পাঠ্যবইয়ের গুরুত্ব বুঝতে পেরেছি এবং এই পোস্টের সন্ধান পেয়েছি। এগুলো আমাদের সামনে সহজভাবে তোলে ধরার জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা।