আরিফা মডেলে ইংরেজি বই পড়া
আরিফা মডেল অনুসরণ করার কারণে কেবল যে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবই পড়েছি কেবল তাই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি প্রথম বর্ষের বইগুলোও পড়েছি। এতে রয়েছে বিশ্ববিখ্যাত লেখকদের কবিতা। যা পড়ার কারণে আমার ইংরেজি নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। মূলত এই কবিতাগুলো পড়েই বিশ্ববিখ্যাত ইংরেজি কবিদের কবিতা পড়েছি। এর আগে ইংরেজি কবিতা এড়িয়ে যেতাম কিন্তু রিডিং সিলেবাসে আওতায় হওয়ার কারণে আগ্রহ নিয়ে পড়েছি কবিতাগুলো।
রিপোর্ট ও প্রতিবেদন লেখার অনেক গুছানো তথ্য পেয়েছি এই বইগুলো পড়ে। এছাড়াও রিডিং পড়ার কৌশল জানার সুযোগ হয়েছে। যখন অনার্স প্রথম বর্ষের বইগুলো পড়ছি তখন খুবই আনন্দ কাজ করছিল। কারণ বুঝতে পারছিলাম।