নিয়মিত থাকা সহজ হয়েছে

নিয়মিত থাকা সহজ হয়েছে আরিফা মডেলের কারণে।

’নিয়মিত থাকা’ মাত্র দুই শব্দ মিলে একটি বাক্য তৈরি হলেও এর বিশালতা অনেক বড়। যেকোন কাজে নিয়মিত থাকতে পারা খুবই গুরুত্বপূর্ণ। তা যে কেবল সাফল্য পাওয়ার জন্য কার্যকরী তাই নয় জীবনের অনেক কিছু শেখার জন্য, দেখার জন্যও নিয়মিত থাকা অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করাকে ধরা হয় সাফল্যের অন্যতম শর্ত। সবাই হয়তো সবসময় সাফল্য অর্জন করতে পারে না কিন্তু নিয়মিত কোন দিকে শেখার জন্য চেষ্টা করে গেলে উন্নতি হবেই। এতে ভুল হওয়ার সুযোগ নেই।

সবসময় শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার আমাদেরকে টিকে থাকার পরামর্শ দেন। আমার দেখা এটিই হয়তো স্যার সবচেয়ে জনপ্রিয় পরামর্শ। কিন্তু টিকে থাকার লোক তেমন একটা দেখি না। বছরের শুরুতে যাদের সাথে পরিচিতি হয় বছরের শেষ দিকে তাদের অনেকেই সেভাবে একটিভ থাকে না। যাই হোক অন্যদের নিয়ে কিছু না বলে নিজেকে নিয়ে বলি। আমার পড়ার অভ্যাস থাকলেও নিয়মিত পড়ার অভ্যাস ছিল না। আরিফা মডেল শেষ করার কারণে এখন প্রতিদিন কিছু না কিছু পড়া হয়। এখন ভাবছি প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা করে পড়বো। আর অন্য বই যেভাবে প্রতিদিন কম বেশি পড়া হয় তা অব্যাহত থাকবে ইন শা আল্লাহ্

আগে ফেসবুকে নিয়মিত পোস্ট দেওয়ার অভ্যাস ছিল না। আরিফা মডেল শেষ করার কারণে এখন আর মিস হয় না আল্লাহ্-র রহমতে। এইভাবে আমি প্রতিটি দিকেই নিয়মিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ্। এবং নিয়মিতই থাকতে চাই সবকিছুতে।

Scroll to Top