লেগে থাকাই সাফল্য

লেগে থাকাই সাফল্য

আরিফা মডেলের টাস্কগুলো দীর্ঘ সময় চর্চা করতে হওয়ার কারণে ধৈর্য ধরে থাকার এবং নিয়মিত কাজ করার একটা মানুষিকতা তৈরি হয়ে গেছে। আমার আগেও তাতক্ষণিক লাভ পাওয়ার ব্যাপারে কোন চিন্তা ছিল না, এখনও নেই। ছোটবেলা পড়েছি যে সহে সে রহে। হয়তো সবকিছুতেই এটা অবচেতন মনে কাজ করতে থাকে। গতকাল শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার পোস্ট দিয়েছিলেন ফেসবুকে রাত দিন সময় দেওয়ার ৯ বছর চলে গেল। এই ৯ বছর পর এসে আমরা দেখলাম ফেসবুকের কল্যাণে কয়েকটি দিকে বেশ ভালো অবদান রেখেছেন স্যার। যেমন শূন্য থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) প্রতিষ্ঠা করেছেন, দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে,লেখাড়পায় লাখ লাখ মানুষকে আগ্রহী করতে পেরেছেন। এমন ছোট ছোট অসংখ্য সাফল্য রয়েছে। এছাড়াও স্যার যদি একটা পোস্ট দেয় কোন কিছু নিয়ে তার ব্যাপক প্রভাব সৃষ্টি হয়। আমার মতো অসংখ্য মানুষ আছে যারা তা বাস্তবায়ন করি নিজেদের স্বার্থে। স্যার যদি দীর্ঘ ৯ বছর সিরিয়াসভাবে চেষ্টা না করে যেতেন তাহলে এতগুলো পরিবর্তন আসতো না। আরিফা মডেলের সবগুলো কাজ যদি আন্তরিকভাবে শেষ না করতাম তাহলে এতো আন্তরিকভাবে লেগে থাকার মানষিক তৈরি হতো না। আজকে আরিফা মডেলের ২৯ মাস তাই রাতে আরেকটা পোস্ট দেব ইন শা আল্লাহ্।

Scroll to Top