একদিকে চেষ্টা করে গেলে ভালো কিছু হয় এবং স্বপ্ন পূরণ হয়।
যেকোন দিকে এক টানা চেষ্টা করে গেলে এর সুফল খুব ভালোভাবেই পাওয়া যায়। তা এখন বার বার প্রমাণ পাই। আগে কোন কিছুতে নিয়মিত চেষ্টা করতে পারতাম না। অল্পতেই হতাশ হয়ে যেতাম। কিন্তু আরিফা মডেল চর্চা করার কারণে চিত্র এবং অভ্যাস বদলে গেছে। এখন যেকোন দিকেই নিয়মিত চেষ্টা করে যেতে পারি আল্লাহামদুলিল্লাহ্। যে দিকে চেষ্টা করি সেদিকের সম্ভাবনাগুলো খুঁজে বের করতে পারি। ছোট ছোট সাফল্যগুলো উপভোগ করতে পারি। এ জন্য টিকে থাকা কঠিন হয় না তেমন একটা। এর ফলে মিলে যায় সাফল্য। তা দেরিতে হলেও খুব ভালোভাবে হয়।
আগে যেখানে আমি স্টেজে যেতেই ভয় পেতাম এখন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করি। এটি কখনোই প্রত্যাশা ছিল না। বরং সবসময় পাবলিক স্পিকিং কে এড়িয়ে যেতাম। কিন্তু নিয়মিত চেষ্টা করে যাওয়ার কারণে এখন অবিশ্বাস্যভাবে সুযোগ তৈরি হয়ে যায়। যেমন গত শুক্রবার স্টেট ইউনিভার্সিটি আয়োজিত উদ্যোক্তা সামিটে একজন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা হিসেবে গল্প বলার সুযোগ পেয়েছি। এটি একটা মাইলফলক। সামনের দিনগুলোতে হয়তো আরও বেশি সুযোগ পাবো আশাকরি। তা সম্ভব হচ্ছে নিয়মিত থাকার কারণেই।
দেশের জিআই পণ্য বাড়াতে কাজ করবো তা কখনো ভাবিনি। অথচ এটি এখন ডাল ভাত হয়ে গেছে। সময় দিয়ে সবগুলো জার্নাল পড়ার কারণে, অন্যদের পোস্টগুলো পড়ার কারণে এবং ইডিসি টিমের সাথে কাজ করার কারণেই জিআই পণ্যের মতো একটি জাতীয় কাজে দক্ষতার সাথে এগিয়ে থাকার সুযোগ হয়েছে। তাই আত্মবিশ্বাসের সাথে বলতে পারি একদিকে চেষ্টা করে গেলে ভালো কিছু হয় এবং স্বপ্ন পূরণ হয়।