হতাশা কাটিয়ে স্বপ্ন

হতাশা কাটিয়ে স্বপ্নের পথে আগাতে সহায়ক হচ্ছে আরিফা মডেল।

দেশি পণ্যের উদ্যোক্তাদের অনেকেই কোন রকম প্রস্তুতি ছাড়া উদ্যোগ শুরু দিয়েছেন। তাদের একজন আমিও। আমরা সবাই উচ্চ শিক্ষিত। সবাই চাই যে নিজের একটা আলাদা পরিচয় তৈরি হবে। কিন্তু আমরা কি উদ্যোগ এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? সহজ কথায় উত্তর আমরা প্রস্তুত না। কিন্তু আরিফা মডেলের টাস্কগুলো সম্পন্ন করার মাধ্যমে নিজেদের প্রস্তত করে নিতে পারি।

জেনিস ফারজানা তানিয়া

আরিফা মডেলের আপডেট দিতে গেলেই আমাদের বিচরণ করার সুযোগ হয় ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে। সেখানে প্রতিদিন মাত্র ১ ঘণ্টা করে সময় দিলেও নিজেদের হতাশা গুছিয়ে আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ তৈরি হয়। আজকে ১০ মিনিট রাইটিং পোস্টের ৫ নাম্বার পোস্টে সঞ্চিতা বসাক রিয়েল চিত্র তোলে ধরেছেন। অনেকেরই একই অবস্থা। হুট করে উদ্যোগ শুরু করে দিয়ে হতাশার সাগরে হাবুডুবু খায়। কিন্তু তারাও আরিফা মডেল ও ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে সময় দিয়ে নিজেদের বদলে দেওয়ার সুযোগ করে নিতে পারে। যেমনটা সঞ্চিতা আপু করেছেন। আমি করেছি। আমাদের মতো অসংখ্য মানুষ করে।

আমরা অনেকেই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যার ফলে আমরা বিজনেসের কিছুই জানি না। আর প্রথাগত বিজনেস এবং ই-কমার্স বিজনেস আলাদা মোটোতে চলে। তাই এ বিষয়ে তো সবারই জ্ঞান শূন্যের কোটায় বলা যায়। কিন্তু ডিএসবিতে সার্চ করে পড়ার মাধ্যমে নিজেদেরকে বিজনেসের জন্য প্রস্তুত করা যায়।

Scroll to Top