আরিফা মডেলের কারণে নিয়মিত থাকার অভ্যাস হয়েছে
বর্তমানে আমাকে ঢাকা বাহিরে সময় কাটাতে হচ্ছে। কিন্তু এখানে এসেও আমিও নিয়মিত ফেসবুকে সময় দিচ্ছি। সকল ব্যস্ততার মাঝে সময় বের করে নিচ্ছি একটিভ থাকার জন্য। কিছুক্ষণ আগেই ১০ মিনিট রাইটিং পোস্টের ২০৩ নং পোস্ট পড়ে একটা কমেন্ট করেছি। এরপর তা পোস্ট আকারে দিয়েছি। এখন আরিফা মডেল নিয়ে লিখছি। এর আগে আমি শুধুই মিষ্টি গ্রুপে একটা পোস্ট দিয়েছি। বেড়াতে এসেও এভাবে কাজ করার শক্তি, উৎসাহ পাচ্ছি কেবল আরিফা মডেলের কারণে। আমি রাজিব আহমেদ স্যারের ছাত্রী। স্যার অসুস্থ হলেও ফেসবুকে নিয়মিত থাকেন। এবং যেকোন স্থানে গেলেও ফেসবুকে নিয়মিত থাকে। স্যারের এই অভ্যাস আমাদের মাঝেও বিস্তার লাভ করছে আলহামদুলিল্লাহ্।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিয়মিত থাকা দরকার। যেটার অধিকাংশ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। কিন্তু আরিফা মডেলের কারণে ফেসবুক একটিভিটি এবং লেখাপড়ায় নিয়মিত থাকার একটা অভ্যাস তৈরি হয়।