লেখাপড়া ছাড়া একটু কঠিনই
আরিফা মডেলের কারণে লেখাপড়ার একটা অভ্যাস হয়ে গেছে। তাই লেখাপড়া ছাড়া একটু কঠিনই বলা যায়। আজকে শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার ১০ মিনিট রাইটিং পোস্টের দ্বিতীয় সিরিজ শুরু করেছেন। প্রথম সিরিজটি ছিল আরিফা মডেলের টাস্ক। তবে বর্তমান সিরিজটি হবে গুছানো যা সরাসরি আমাদের প্রফেশনাল ফিল্ডকে ফোকাস করবে। কারণ ২০১ নং পোস্টে স্যার ডেলিভারি ফ্রী দেওয়াকে ম্যানশন করেছেন। এই আইডিয়ার কারণে আমার ব্যবসার প্রসার হয়েছে। তাই যেদনি থেকে ডেলিভারি চার্জ ফ্রী আইডিয়া বাস্তবায়ন করা শুরু করেছি সেদিন থেকে আর বন্ধ করিনি। হয়তো সারাজীবনই তা চলবে ইন শা আল্লাহ্।
স্যার দ্বিতীয় সিরিজের প্রথম পোস্টে আরও আলোচনা করেছেন কিশোর ক্লাসিক, আরিফা মডেল, জিআই পণ্য, দেশি পণ্য ইত্যাদি নিয়ে। এগুলো আমার উদ্যোগের আলাদা আলাদা ফিলার। এছাড়াও স্যার সাহিত্যের আলোচনা করেছেন। আমি এখন প্রায় প্রতিদিনই সাহিত্য নিয়ে পড়ে থাকি। কারণ সাহিত্য যে বিজনেসে ভূমিকা রাখতে পারে তা আমি স্যার থেকেই জেনেছি। তাই ১০ মিনিট রাইটিং এ যতগুলো বিষয় গুলো নিয়েই আলোচনা হবে তা সরাসরি ব্যবসায় কাজে আসবে। আর এটি আরিফা মডেলের টাস্ক না হলেও অ্যাডভান্স লেভেলের একটি টাস্ক।