প্রথম উন্নতি টের পেয়েছি

প্রথম উন্নতি টের পেয়েছি

আরিফা মডেলের টাস্কগুলোর মধ্যে ১০ মিনিট রাইটিং পোস্টগুলো থেকে নিজের প্রথম উন্নতি টের পেয়েছি। যা আমাকে পরবর্তী সবগুলো টাস্ক সম্পন্ন করতে আগ্রহী করে। হয়েছেও তাই। এই প্রজেক্ট শেষ করে আমি সবদিক থেকে লাভবান হয়েছি। যা আমার পরিবার, ক্যারিয়ারসহ জীবনের সবদিকে উপকারে আসছে। তাই মনে মনে চাইতাম এমন আরও যত বেশি বাস্তবিক দক্ষতার টাস্ক আসবে যতই কষ্ট হোক তা করে যাবো ইন শা আল্লাহ্। ধৈর্যের ফল সুমিষ্ট হয় তা যুগযুগ ধরে প্রমাণিত। আমাদের ক্ষেত্রেও।

উপস্থিতির একাংশ

আজকে রাজিব আহমেদ স্যার প্রোফাইলে পোস্ট দিয়ে জানিয়েছেন, ই-কমার্স, ফেইসবুক, কিশোর ক্লাসিক, ইংরেজি চর্চা, দেশি পণ্য নিয়ে স্যারের ৯ বছরের অভিজ্ঞতার থেকে সিরিজ পোস্ট দিবেন। এটি অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো সংবাদ। কারণ ১০ মিনিট রাইটিং পোস্টের বয়স ৫ বছর হয়ে গেছে। এত দিন পর এই প্রজেক্টের দ্বিতীয় অধ্যায় শুরু হবে তা চিন্তা করিনি। কিন্তু এমনভাবে শুরু হচ্ছে যা আমার মতো উদ্যোক্তাদের জন্য খুবই দরকার। কারণ এগুলো নিয়েই আমাদের ক্যারিয়ার।

আমি আন্তরিকভাবে প্রতিটি হোম ওয়ার্ক শেষ করতে চাই এবং নিজেকে আপগ্রেড করতে চাই। প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে আবারও আনন্দের সাথে এত ফলপ্রসূভাবে লেখাপড়ার সুযোগ হবে তা হয়তো জীবনের কোন অংশে কল্পনা করিনি। স্যারের কল্যাণে হচ্ছে আলহামদুলিল্লাহ্। এখন সারাদিনের ব্যস্ততার মাঝেও লেখপড়া না করলে নিজের মধ্যেই হাঁসফাঁস লাগে।

আরিফা মডেলে কিশোর ক্লাসিক

আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উপযোগী করে প্রয়োজনীয় টপিকগুলো চিন্তা করার জন্য। কারণ স্কুল জীবনেও পড়েছি কিশোর ক্লাসিকগুলো। তখন কেবল মজা পাওয়ার জন্যই পড়তাম। কিন্তু আপনার কল্যাণে কিশোর ক্লাসিকগুলো পড়ে জীবনের মানে খুঁজে পাওয়ার সুযোগ হয়েছে, অন্যভাবে চিন্তা করার সুযোগ হয়েছে। এখন কিশোর ক্লাসিকগুলো আর মজার জন্য পড়ি না, তবে পড়ার সময় যে মজা পাই তা বুনাস। প্রতিটা গল্প আর চরিত্র থেকে নানা শিক্ষা আর দিক নির্দেশনা খুঁজে পাই এবং তা কাজে লাগাতে চাই। একই ভাবে ইংরেজি চর্চা এতটা আনন্দদায়ক হয়েছে আপনার কল্যাণে তথা আরিফা মডেলের কারণে। তাই ১০ মিনিট রাইটিং প্রজেক্টের দ্বিতীয় অধ্যায়ের কারণে আমি আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারবো ইন শা আল্লাহ্

আমাদের সম্মান বৃদ্ধি করে
Scroll to Top