আমরা টিম হয়েছি
আলিয়া’স কালেকশন দিয়ে ফেসবুকে একটিভ থাকলেও সমপর্যায়ের উদ্যোক্তাদের সাথে পরিচিতি হয়ে উঠেনি। কিন্তু রাজিব আহমেদ স্যারকে পাওয়ায় তা সহজেই হয়ে গেল। তাই ২০২০ সাল থেকে নিজের প্রয়োজনে সমপর্যায়ের উদ্যোক্তাদের থেকে কেনাকাটার মাত্রা বাড়িয়েছি। যখন থেকে আরিফা মডেল চর্চা শুরু হলো তখন থেকে পরিচিতি আরও ঘনিয়ে আসলো। পেয়ে গেলাম পুরান ঢাকার টিম। তাই কাজ করার সুযোগ হয়েছে এনিকা আপুদের সাথে। যা এখনো চলছে এবং আগামীতেও চলবে ইন শা আল্লাহ।
শুধু যে আমরা টিম হয়েছি তাই নয়। মিরপুরেও চমৎকার একটি টিম হয়েছে। ইডিসির একটি টিম আছে। আজকে পুরাতন ঢাকার টিম এবং মিরপুর টিম মিলে একসাথে হয়েছি আমার বাসায়। তাই আড্ডা হয়েছে দারুণভাবে। একসাথে মিলেমিশে থাকা এবং এগিয়ে যাওয়ার জন্য এসব দরকার। গত তিন বছরে দেখেছি স্যার আমাদের আড্ডার পরিবেশ করে দিতে ইভেন্টের আইডিয়া দিতেন। আমরা সেখানে নিজেদের মতো করে আলোচনা, খাওয়াদাওয়া ও অন্যদের কথা শুনতাম। এখন ঘরোয়া আড্ডার কারণে তা আরও ক্লোজলি হয়েছে। তা সম্ভব হয়েছে আরিফা মডেলের কারণে।