আরিফা মডেলে স্টোরি টেলিং
কিশোর ক্লাসিক বইগুলো আগেও পড়েছি, তখনকার পড়া আর এখনকার পড়ায় আকাশপাতাল পার্থক্য রয়েছে। আগে পড়তাম কেবল মজা পাওয়ার কারণে আর এখন পড়ি উপলব্ধি, নিজের ক্যারিয়ার ও দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্য করার জন্য। আরিফা মডেলের অধীনে এই বইগুলো পড়ে নিজের মতো করে রিভিউ লিখেছি ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে।
এছাড়া আরিফা মডেল শেষ করার কারণে অন্যদের বড় বড় পোস্টগুলো পড়া হয় নিয়মিত। এসব পোস্ট থেকে স্টোরি টেলিং এর চর্চা হয়। তাই নিজের স্টোরিগুলোও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।