আরিফা মডেলে ফেসবুক উদ্যোগ

আরিফা মডেলে ফেসবুক উদ্যোগ

আমি যখন ফেসবুকের মাধ্যমে আমার উদ্যোগ শুরু করেছি তখন ছিল বুস্টের জয় জয়কার। তবে আমি কখনো বুস্ট করিনি। নিজের মতো করেই টুকটাক পোস্ট দিতাম। তা থেকে কম বেশি সেলস হতো। আমি এতে খুশি ছিলাম। কিন্তু যখন থেকে শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারকে পেলাম তখন থেকে নতুন করে ’স্বপ্ন দেখা’ শুরু করলাম। স্যারের প্রতিটি পোস্ট পড়তে লাগলাম। কোন কোন পোস্ট একাধিকবারও পড়েছি। মনে হয়েছে প্রতিটি পোস্ট আমার জন্যই লেখা। তখনো সাগরের মাঝে হাবুডু খাওয়া অবস্থা। মানে সাগরের মাঝে থেকেই নৌকা দেখতে পাচ্ছি।

যখন থেকে আরিফা মডেল শুরু হলো, তখন থেকে মনে হয়েছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তাই দেরি না করে নিজের মতো করে শুরু করলাম আরিফা মডেল। শেষ করেছি প্রতিটি টাস্ক। যতই এই জার্নির সামনে আগাচ্ছিলাম ততই নিজের আত্মবিশ্বাস আর প্রশান্তি পাচ্ছিলাম। এখন আমার আলাদা একটা পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ্। নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, বিজনেস ওয়েবসাইট আছে। বিভিন্ন অনুষ্ঠানে দেশি পণ্য, জিআই পণ্য ও ক্যারিয়ার নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। সবই সম্ভব হয়েছে আরিফা মডেল এবং শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের গাইডলাইনে।

আরিফা মডেলে ফেসবুক উদ্যোগ

স্যার সবসময় বলেন উদ্যোক্তারা লেখাপড়ায় মনযোগ না দিলে টিকে থাকতে পারবে না। আমি তা মনেপ্রাণে বিশ্বাস করি। তাই প্রতিনিয়ত লেখাপড়ার সাথেই আছি এবং থাকি। এতে আমি প্রশান্তি খুঁজে পাই। লেখাপড়ার সাথে থাকার কারণে আমি যেকোন জায়গাতে আমার উদ্যোগ নিয়ে সুন্দর করে বলতে পারি। কাস্টমারদেরও বুঝাতে পারি সহজে। একসাথে অনেক কাস্টমার মেসেজ দিলেও তাদেরকে রিপ্লাই দিলে মনে করে আমি একমাত্র তার সাথেই কথা বলছি। আমার ফেসবুক উদ্যোগ সমৃদ্ধ করেছে আরিফা মডেল।

Scroll to Top