আরিফা মডেলে আই রিডিং

আরিফা মডেলে আই রিডিং

ছোটবেলা থেকেই বাড়িতে পত্রিকা দেখে ও পড়ে বড় হয়েছি। সবসময় দেখেছি সবাই আই রিডিং করে পেপার পড়ে। কিন্তু বই পড়ার সময় সবাই উচ্চারণ করে পড়ে। কাউকে জিজ্ঞেো না করলেও ব্রেইনে সেট হয়ে গেছে যে, বই পড়তে হয় জোরে জোরে আর পত্রিকা পড়তে হয় চুপে চুপে। এছাড়া অধিকাংশ সময় চিঠি ও আউট বুকও পড়া হয় চুপে চুপে। কিন্তু বইয়ের পড়া খুব কম মানুষই নিরবে পড়ে।

স্যার আরিফা মডেলের যে গাইডলাইন তৈরি করেছেন তাতে বাংলা ও ইংরেজি পড়ার সুযোগ রেখেছেন। ইংরেজি পাঠ্যবই, ক্যাটাগরি পোস্ট, পেপার, ম্যাগাজিন ইত্যাদিও পড়তে হয় আরিফা মডেল গাইড লাইনে। ইংরেজি যেহেতু আমাদের ভাষা না তাই পড়ার সময় আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করেছি সারাজীবন। কিন্তু আরিফা মডেল গাইডলাইনে তা দেখলাম ব্যাতীক্রম। স্যার সবসময় বলে আসছেন আরিফা মডেলের ইংরেজি টাস্কগুলো চোখ বুলিয়ে যেতে। বুঝে পড়ার কিংবা ডিকশনারী দেখার প্রয়োজন নেই। এই গাইলাইনের ফলে অনেকে শেষ করেছে আরিফা মডেল গাইড লাইন এবং একটা সময়ের পর আই রিডিং-ই হয়ে উঠেছে জ্ঞান অর্জনের শক্তি।

Scroll to Top