আরিফা মডেল আমাদের সম্মান বৃদ্ধি করে

আরিফা মডেল আমাদের সম্মান বৃদ্ধি করে

আমার টাইল পড়ে কেউ একটু ভাবনায় পরতে পারেন। আমার অবস্থান থেকে আমি বর্ণনা করবো যে, আরিফা মডেল কিভাবে আমার সম্মান বৃদ্ধি করেছে।

ঢাবি জিআই পণ্য বৃদ্ধিতে করণীয়

একটা সময় আমি সুনহেরার আম্মু ছাড়া তেমন পরিচয় দিতে পারতাম না। আসলে তখন দেওয়ার মতো কোন পরিচয় ছিল না। ২০১৭ সালে আলিয়া’স কালেকশন প্রতিষ্ঠার মাধ্যমে একটা পরিচয় তৈরি হয়েছে। কিন্তু তখন গুছিয়ে কথা বলতে বেশ অসুবিধা হতো। ক্রেতাদের মেসেজের উত্তর দিতেও অনেক ভাবতে হতো। এভাবেই খুড়িয়ে খুড়িয়ে চলছিল আমার জীবন।

যখন থেকে রাজিব আহমেদ স্যারের খুঁজ পেলাম তখন থেকে স্যারের পোস্টগুলো পড়ছিলাম। প্রতিটি পোস্ট আমাকে অনুপ্রাণিত করেছে। এ কারণে স্যার যখন আরিফা মডেল ঘোষণা করেছেন কোন কিছু না ভেবেই তা গ্রহণ করেছি এবং শেষ করেছি। এর ফলে আমার জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ্।

আরিফা মডেল শেষ করে নিয়মিত থাকার কারণে বর্তমানে জিআই পণ্য নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, বিভিন্ন ইভেন্ট ও সেমিনারে কথা বলার সুযোগ পাচ্ছি। অনেক জায়গাতে বিশেষ অতিথি হয়ে অংশগ্রহণ করছি। এতে কোন প্রকার জড়তা কাজ করে না বরং আত্মবিশ্বাসের সাথে স্পীচ দিতে পারছি। এর পুরাই অবদান আরিফা মডেলের। আমার এই কার্যক্রম দিনে দিনে সম্মান বৃদ্ধিতে অবদান রাখছে।

জিআই ও কৃষি পণ্য

যারা আরিফা মডেল শেষ করেছেন তারা আমার মতো বিভিন্ন জায়গাতে গুছিয়ে কথা বলতে পারছেন। এর ফলে তাদেরও সম্মান বাড়ছে দিনে দিনে।

Scroll to Top