দেশি পণ্যের প্রচারে আরিফা মডেল

দেশি পণ্যের প্রচারে আরিফা মডেল

মূলত দেশি পণ্যের উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই আরিফা মডেল শুরু করেছেন @razib ahemd স্যার। যেন উদ্যোক্তারা পরিচিতি পেতে পারে, নিজ জেলা, উদ্যোগ, পণ্য ইত্যাদি তোলে ধরতে পারে। এরপর থেকেই বেড়ে চলেছে দেশি পণ্যের কনটেন্ট। আরিফা মডেলের কারণে রিভিউ কিংবা কাস্টমারদের গল্পগুলোও হয় প্রাণবন্ত।

গত কয়েক বছর ধরে ’কালার ওয়েভ’ ডেকে থাকেন মুনিরা আপু, এনিকা আপুরা। এতে পোশাকের উদ্যোক্তা থেকে শুরু করে খাবারের উদ্যোক্তা পর্যন্ত সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করে। তাই সে দিন নির্দিষ্ট কালারের পোশাকসহ নানা কিছু দেখার ও তা নিয়ে জানার সুযোগ পাই। এত এত গল্প উঠে আসে তা হয়তো অন্যভাবে এতটা বাস্তবিকভাবে আসতো না।

জিআই পণ্য ও খাবার

এছাড়া রাজিব আহমেদ স্যার বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে পোস্ট দিতে বলেন। এই যে ধরেন বর্তমানে শাল, পিঠা, চা, খাবার ইত্যাদি নিয়ে পোস্ট দেওয়ার জন্য বিভিন্ন পোস্টে স্যার বলেন। এসব আহ্বানে ক্রেতা বিক্রেতা সবাই অংশগ্রহণ করে। সবাই চেষ্টা করে কোন না কোন গল্প কিংবা তথ্য সহ পোস্ট করতে। এর ফলে বেড়ে যায় দেশি পণ্যের প্রচারণা। আরিফা মডেল না হলে তা এত সহজে করা সম্ভব ছিল না।

Scroll to Top