আরিফা মডেলের কারণে বড় পোস্ট পড়া হয়
বেশি দিন আগের কথা নয়। কোভিডের আগেও ফেসবুকে বড় পোস্ট দেখলাম স্কিপ করতাম। যে কয়টা পড়া হতো তা গণনা কিংবা শতাংশে পড়ে না। তখন বড় পোস্ট পড়ার মতো ধৈর্য আর অভ্যাস কোনটাই ছিল না। কেবল ছবি দেখেই Good, Excellent, Supper etc. কমেন্ট হয়ে যেতো।
এখন অবস্থা পুরাই ভিন্ন। যত বড় পোস্টই হোক যেটা পড়ার সেটা পড়ি, যেটা পড়ি না সেটাতেও চোখ বুলাই। আগের মতো আর প্রথম লাইন পড়ে সব বুঝার ও আন্দাজ করার চেষ্টা করি না।
আরিফা মডেলে যখন ইংরেজি অংশ পড়ছিলাম তখন @Razib Ahmed স্যার পোস্ট করে পরামর্শ দিয়েছিলেন কেবল আই রিডিং করার জন্য। এর সুফল এখন পাচ্ছি। কোন পোস্ট, বই বা পত্রিকায় যখন আই রিডিং করি পুরো টপিক স্ক্যান হয়ে যায় তাই বিষয় বস্তুও মাথায় ঢুকে যায়। সেই সাথে সময়ও বেচে যায়। এ কারণে আমি বলি আরিফা মডেল বড় পোস্ট পড়ানোর অভ্যাসের পাশাপাশি আই রিডিং এ ব্যাপক উন্নতি করেছে।