আরিফা মডেল মাথা ঠাণ্ডা রাখতে সহায়ক হয়
আমাদের চারপাশে নানা কিছুই ঘটে যায়। তা দেখে আমরা রাগ করি, বিরক্ত হই, কিছু বলার চেষ্টা করি, জেতার চেষ্টা করি ইত্যাদি। রাজিব আহমেদ স্যার প্রায় প্রায় বলেন কথা দিয়ে জিততে চাইলে হারবেন আর কাজ দিয়ে জিততে চাইলে প্রতিদিন জিতবেন। বাস্তবতাও তাই। কিন্তু আগে নিজের মতো করে সবকিছু না হলে রেগে যেতাম বা বিরক্ত হতাম। আর অন্যদের উপর কথা দিয়ে জিততে চাইতাম। কিন্তু আরিফা মডেলে নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকার কারণে এবং স্যারের প্রোফাইলের সকল পোস্ট পড়ার কারণে চিরচেনা অভ্যাসগুলো পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ্
এখন আর কাউকে কথা দিয়ে হারানোর মতো আগ্রহ তৈরি হয় না, বরং নিজের কাজ শেষ করা এবং নতুন নতুন বিষয়ে জানার জন্য ব্যস্ত থাকার অভ্যাস হয়েছে। এখন আসলে আগের মতো এত বেশি রাগ বা বিরক্তি আসে না, যেহেতু অন্যদের বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর সুযোগ থাকে না।