জেলা পর্যায়ে আরিফা মডেল সক্রিয় থাকা দরকার

জেলা পর্যায়ে আরিফা মডেল সক্রিয় থাকা দরকার

আমাদের দৈনন্দিন জীবনে আরিফা মডেলের পরিচিতি খুবই দরকার। তা উদ্যোক্তা কিংবা যেকোন পেশায় হোক। আরিফা মডেলের পরিচিতি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। কারণ এই উদ্যোক্তারা পোস্ট কমেন্ট করে ফেসবুকে নিয়মিত থাকেন। তাই কে কি নিয়ে কাজ করে তা সবাই জানতে পারে এবং তথ্যবহুল পোস্ট করার কারণে মনেও থাকে।

আমার আব্বু ৮০ বছর বয়সী বৃদ্ধ। তিনি মাগুরাতেই থাকেন। আমাদের খালা অসুস্থ হওয়ার কারণে আব্বুর খাবারসহ অন্যান্য সব কিছুতে অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে বিশেষ করে আব্বুর খাবারে সাপোর্ট পাওয়া খুব দরকার। যদি মাগুরায় কোন হোম মেইড খাবারের উদ্যোক্তা থাকতো তাহলে তাকে না চিনলেও ফেসবুকে সার্চ করে পেয়ে যেতাম। কিন্তু পাইনি কারণ উদ্যোক্তা থাকলেও সে আরিফা মডেলের আধীনে নেই।

স্বাগত বক্তব্য রাখছেন জেনিস ফারজানা তানিয়া
স্বাগত বক্তব্য রাখছেন জেনিস ফারজানা তানিয়া

এই মুহূর্তে একজন হোম মেইড উদ্যোক্তা পেলে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারতাম। এটা বললাম কেবল হোম মেইড খাবারের উদ্যোক্তার কথা। এভাবে লন্ড্রি সার্ভিস-সহ নানা রকম সার্ভিসের প্রয়োজন হয় আমাদের। তাই প্রত্যেক জেলায় যত ধরনের সেবা নিয়ে উদ্যোক্তারা কাজ করে। তাদের সবাই আরিফা মডেলের অধীনে থাকা দরকার। যেন প্রতিদিন পোস্ট কমেন্ট করে সক্রিয় থাকবে। এর ফলে তাদেরকে না চিনলেও সার্চ করে পাওয়া যাবে এবং তাদের কাজ সম্পর্কে ধারণা লাভ করা যাবে

Scroll to Top