আরিফা মডেলের কারণে পার্সোনাল ওয়েবসাইট!
শুরু থেকে চর্চা করেছি আরিফা মডেল। এক এক করে শেষ করেছি প্রতিটি হোমওয়ার্ক। এর ফলে কতভাবে নিজের উন্নতি হয়েছে তাই নিয়ে লিখে যাচ্ছি প্রোফাইল এবং @Digital Skills For Bangladesh গ্রুপে।
আরিফা মডেল নিয়ে লেখার আগেই পার্সোনাল ওয়েবসাইট করার পরামর্শ দিয়েছিলেন শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার। স্যারের পরামর্শে আরিফা মডেল নিয়ে নিয়মিত লেখা পোস্টগুলো আলাদা ক্যাটাগরিতে আপলোড করি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে চলে এসেছে। তাই আমার নাম বাংলা অথবা ইংরেজিতে সার্চ করলে পাওয়া যায় গুগলে আরিফা মডেল নিয়ে আপলোড করা লেখাগুলোও সার্চ রেজাল্টে আসতে শুরু করেছে। এখন প্রশ্ন আসতে পারে আমার উন্নতির পোস্টগুলো ফেসবুকের পাশাপাশি ওয়েবসাইটেও কেন আপলোড করছি?
প্রথমত, শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যার পরামর্শ দেওয়ার কারণে নিয়মিত আপলোড করি। দ্বিতীয়, ফেসবুকের পোস্টগুলো সার্চ করে গুছিয়ে পাওয়া খুবই কঠিন। তৃতীয়ত, লেখাগুলো সার্চ রেজাল্টে আসার কারণে অন্যরাও আমার উন্নতি সম্পর্কে জানার সুযোগ পাবে। এর ফলে তারা আরিফা মডেল চর্চা কারার সিদ্ধান্ত নিতে সহজ হবে এবং নিজের উন্নতি লাভ করতে পারবে ইন শা আল্লাহ। কারণ আরিফা মডেল সকল শ্রেণির মানুষের জন্য কার্যকরী।
আজকে ধানমন্ডির উইমেন ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (WVA)-এ একটি ইভেন্ট হয়। তা রাজিব আহমেদ স্যারের অংশগ্রহণে মিরপুর টিম ও পুরান ঢাকার টিমের আয়োজনে সম্পন্ন হয়। এতে ইডিসির প্রেসিডেন্ট @kakoly Talokder আপুসহ প্রায় ৫০ জনের মতো দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তারা অংশগ্রহণ করেছে। সে অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করা হয়েছে আমার পার্সোনাল ওয়েবসাইট jftania.com। তাই আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল, খুবই আনন্দের।
হোম মেইড ফুডের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত লিখছেন মিরপুরের উদ্যোক্তা @Sayeda Kamalia Rahman আপু। অনেক আগে থেকেই আমি আপুর রিপিট কাস্টমার। ব্যস্ততা কিংবা অসুস্থতায় আপুর উপর ভরসা করি নির্দ্বিধায়। আপুর রান্নার ফ্যান আমার পরিবারের সবাই। এই কারণে স্যার পরামর্শ দিয়েছেন ক্যামেলিয়া আপুকে একটা বই উপহার দেওয়ার। আজকে ছিল সেই দিন। তাই একটা কিশোর ক্লাসিক আর ‘কোন রুগীর কোন খাবার’ নামে একটা বই উপহার দিয়েছি। তা সম্পন্ন হয়েছে স্যারের উপস্থিতিতে। এই বইটি নির্বাচন করার বিশেষ কারণ ছিল স্যার অসুস্থ হওয়ার পর থেকে ক্যামেলিয়া আপুর নিয়মিত কাস্টমার। আমিও অসুস্থ হলেও আপুর কাস্টমার হই। অন্যরাও হয়। যেহেতু একেক রুগীর একেক খাবারের চাহিদা তাই এই বইটি আপুর সহায়ক হতে পারে। @Md Daloare Hossain ভাইকে ধন্যবাদ বইটি নির্বাচন ও সংগ্রহ করতে সহযোগিতা করায়।
পার্সোনাল ওয়েবসাইটের নাম ঠিক করা থেকে শুরু করে সবকিছুই হয়েছে রাজিব আহমেদ স্যারের পরামর্শে। তা এভাবেই এগিয়ে নিতে চাই। অর্থাৎ স্যার যেভাবে পরামর্শ দিবেন সেভাবে থাকবে আমার ওয়েবসাইট ইন শা আল্লাহ।