নতুন নত্বের সন্ধ্যানে আরিফা মডেল
আমাদের অলস ও ঘুমন্ত সত্তা সচল করে দেয় আরিফা মডেল। এটি আমার নিজের অভিজ্ঞতা। আমার বিশ্বাস আরিফা মডেল শেষ করা যারাই এই পোস্ট পড়ছেন তারাও আমার সাথে একমত হবেন। অনেক লম্বা সময় ধরে আমি আরিফা মডেলর টাস্কগুলো শেষ করেছি। যেমনটা আমরা একটা একটা ধাপ করে স্কুল অতিক্রম করে থাকি। পুরো জার্নিতে একটা ধাপ আরেকটা ধাপের কাছে পৌঁছে দেওয়ার একটা তাড়না তৈরি করে দিয়েছিল। একটা সময় গিয়ে সবগুলো টাস্ক শেষ হয়ে গেছে। কিন্তু আমার চর্চা করা ও শেখার তাড়না দূর হয়ে যায়নি আলহামদুলিল্লাহ্। তাই আমি প্রতিদিনই নতুন নতুন শেখার জন্য গুগল সার্চ করি, নতুন নতুন বই সংগ্রহ করি। কারণ নতুনত্বের মাঝে অন্যরকম আনন্দ আর প্রশান্তি আছে।
নতুন কিছু শিখতে গেলে একটা নেশার মতো কাজ করে। আর গুগল মামা তা আরও বাড়িয়ে দেয়। আমি যখন নির্দিষ্ট একটা টপিকে গুগলে সার্চ করি তখন সে অনেকগুলো রেজাল্ট সামনে নিয়ে আসে। যার ফলে একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা লিংকে প্রবেশ করি। তা আনন্দের সাথে পড়ি, উপভোগ করি এবং কিছু কিছু ক্ষেত্রে নোট করি। এতে করে অনেক সময় চলে যায় আর আমি সবকিছু ভুলে সেই টপিকের মাঝে ডুবে থাকি। এমন হতো স্কুল জীবনে। তখন অবশ্য গল্পের বই ঘিরে ছিল সবকিছু।
ক্যারিয়ারে এসেও এমন একটা নতুনত্বের নেশা আমাকে পেয়ে বসেছে শুধু আরিফা মডেলের কারণে। আমি সবসময় এই নেশা ধরে রাখতে চাই, চর্চা করতে চাই। এই আনন্দ, এই নেশা অবর্ণনীয়। তা কেবল উপভোগ করার। তাই আমি সবসময় বিশ্বাস করি নতুন নত্বের সন্ধ্যানে আরিফা মডেল খুবই ভুমিকা রাখে।