নিজের মধ্যে তাড়না তৈরি করে

আরিফা মডেল নিজের মধ্যে তাড়না তৈরি করে

কোন কাজের জন্য যখন নিজের মধ্যে তাড়না তৈরি করে তখন সেই কাজ শেষ না করে আমাদের কে ড্রাইভ করতে থাকে। অর্থাৎ অন্য কাজে মন দিতে দেয় না। আরিফা মডেলও আমার জন্য তেমন একটি অভিজ্ঞতা। এটি নিজের কাজে মনযোগ দেওয়ার জন্য দারুণভাবে আমাকে ড্রাইভ দেয়। আমিও তাড়িত হয়ে আমার কাজগুলো শেষ করি। এখন প্রশ্ন হলো কি কাজ?

আরিফা মডেলের কারণে পার্সোনাল ওয়েবসাইট!

আমার কাজ কেবল পড়া। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটু নানাদিকে পড়তে হয়। কখনো কিশোর ক্লাসিকের পৃষ্ঠায় ডুব দেই, আবার কখনো ইংরেজি পত্রিকায় নজর দেই। কখনো ১০ মিনিট রাইটিং পোস্ট পড়ি আবার কখনো ডিএসবিতে সার্চ করে পড়ি। তবে নিজেকে আরও এডভান্স করার জন্য বিদেশি আর্টিকেল, ব্লগ ইত্যাদিও পড়ার জন্য তাড়না পাই ভিতর থেকে। এরজন্য দায়ি বিদেশি ম্যাগাজিনগুলোই। কারণ ০০টি ম্যাগাজিন শেষ করার কারণেই বিদেশি ম্যাগাজিনের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে।

জিআই ও কৃষি পণ্য নিয়ে বক্তব্য দিচ্ছেন জেনিস তানিয়া

জীবনে আসলে জানার জন্য এবং ভালো কিছুর নেশা তৈরি করার জন্য এই ধারনের তাড়না থাকা খুবই দরকারি। আরিফা মডেল শেষ না করলে হয়তো তা হয়ে উঠতো না।

Scroll to Top