আরিফা মডেলের ৫০টি পোস্ট
রাজিব আহমেদ স্যারের পরামর্শে আরিফা মডেল নিয়ে আমার অভিজ্ঞতা লেখা শুরু করেছি গত ৩রা সেপ্টেম্বর। এরপর থেকে এক এক করে শেষ হয়ে গেল আরিফা মডেলের ৫০টি কনটেন্ট। প্রতিটি পোস্টে আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি। এরফলে সুযোগ হয়েছে আমি কতভাবে উপকৃত হয়েছি তার বিশ্লেষণ এবং উপলব্ধি করার। গত ৫০টা পোস্ট লিখতে গিয়ে আমি নিজেকে নতুনভা আবিষ্কার করেছি।
আমি আনন্দিত আরিফা মডেল নিয়ে লেখার জন্য। ৫০টি পোস্ট লেখা শেষ করার কারণে নিজের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। আমি এখন আর পিছনে তাকাতে চাই না কখনো। অতীতে কত সময় নষ্ট করেছি তাও দেখতে চাই না। সবসময় সামনে তাকাতে চাই এবং এগিয়ে যেতে চাই। আমার ভিতর যেই আশা, উদ্দীপনা আর তাড়না তৈরি হয়েছে সেটাকেই গতি দিতে চাই।
আলহামদুলিল্লাহ্ আমি এখন উপলব্ধি করছি এবং দেখতে পাচ্ছি আমি কতভাবে এগিয়েছি এই আরিফা মডেলের কারণে। অতীতে আমি কখনোই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পেতাম না। শুধু মনে হতো যদি অগুচালো কিছু বলে ফেলি? আমার কথায় যদি ভুল হয় ইত্যাদি। আর নার্ভাসনেস তো আমাকে ছাড়েইনি। সবসময় সাথে ছিল সঙ্গী হয়ে। কিন্তু এখন আমার আত্মবিশ্বাস চলে আসার কারণে নিজে নিজেই গন্তব্য ত্যাগ করেছে বছরের পর বছর সঙ্গে থাকা ’নার্ভাসন্যাস’। আমি এতে খুবই আনন্দিত।
এখন আমি নিজের মতো করে লিখতে পারি, বলতে পারি, চিন্তা করতে পারি, বুঝতে পারি, সামনে দেখতে পারি, সম্ভাবনাগুলোও উপলব্ধি করতে পারি। আর এসবের কারণেই আশাগুলো উঁকি দেয়। আমি চাই আমার আশা আর স্বপ্ন নিয়ে বাঁচতে। স্বপ্নগুলোকে আলোর মুখ দেখাতে। আর আমার বিশ্বাস আমি তা খুব সহজেই পারবো ইন শা আল্লাহ্।
আগের ইংরেজি নিয়ে ছিল যত ভয় আর লজ্জা। এখন ইংরেজি আমার সঙ্গী। প্রতিদিনই আমি ইংরেজি পড়ি। এখন আমি ইংরেজি পত্রিকার নিয়মিত পাঠক। ইংরেজি কনটেন্ট, ব্লগ, আর্টিকেলের পাঠক। একটা সময় হয়তো রিসার্চ পেপারেরও নিয়মিত পাঠক হবো ইন শা আল্লাহ। এসব হয়েছে আরিফা মডেলের ইংরেজি সেকশন অর্থাৎ ইংরেজি পাঠ্যবই, সার্চ ইংলিশ ওয়েবসাইটে ক্যাটাগরি পোস্ট, ইংরেজি পত্রিকা, বিদেশি ম্যাগাজি আর পিলিপ কটলারের মার্কেটিং বই পড়ার কারণে।
আলহামদুলিল্লাহ এখন আমার নিজের একটি ওয়েবসাইট আছে। বিজনেস নিয়েও আলাদ একটি আছে। আমার ওয়েবসাইট আমার ডায়রি, পোর্টপোলিও, সিভিসহ সবকিছু হিসেবে সমৃদ্ধ করতে চাই। আমার সকল অর্জিত জ্ঞানগুলো এক জায়গাতে রাখতে চাই। আমার চিন্তাগুলো, কথাগুলো সবই রাখতে চাই আমার ওয়েবসাইটে। নিজেকে মেলে ধরতে চাই আমার ওয়েবসাইটে। ইতিমধ্যে গুগলে প্রথম পেইজে স্থান করে নিয়েছে jftania.com, তা সম্ভব হয়েছে আরিফা মডেলের কারণেই। আলহামদুলিল্লাহ্
জীবনে আরও অনেক কিছুই করতে চাই। প্রতিটি জিনিস আগে বলার চেয়ে কাজের মাধ্যমে সামনে আসুক এটাই চাই। আমার ওয়েবসাইটের প্রথম সিরিজ ছিল ‘আরিফা মডেল’ নিয়ে। সামনে আরও বেশ কিছু সিরিজ যুক্ত হতে পারে বলে আমার ইচ্ছা। আমি বিশ্বাস করি আমার অসুস্থতাও আমার জন্য বাঁধা হবে না। কারণ আমার আছে অসীম ইচ্ছা আর স্বপ্ন। আমি সেই ইচ্ছা, আগ্রহ আর স্বপ্ন সাথে নিয়ে সবকিছু জয় করতে চাই।
সর্বপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয়ে রাজিব আহমেদ স্যারের প্রতি। স্যারের কারণেই পেয়েছি আরিফা মডেল, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন পথ। স্যারের কারণেই আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি নিজেকে তাই স্যারের দিক নির্দেশনাতেই আমি মেলে ধরতে চাই নিজেকে। এগিয়ে যেতে চাই স্বপ্নের পথে।
আরিফা মডেল নিয়ে আমার সবগুলো লেখা আমার ওয়েবসাইট, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ এবং আমার প্রোফাইলে পড়তে পারবেন।