পুরান ঢাকা ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন

পুরান ঢাকা ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্সের প্রচারের স্বার্থে পুরান ঢাকা ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন আয়োজন করা হয়েছে। এই আয়োজনে দেশি পণ্যের ৬ জন উদ্যোক্তা জামদানি, বাটিক, নকশী কাঁথা… নিয়ে অংশ নিয়েছে। ৬টি স্টলে সব মিলিয়ে ৩ লাখ টাকার অধীক পণ্য বিক্রি হয়েছে। এতে প্রায় ৭০ জনের মতো দেশি পণ্যের উদ্যোক্তা ও কাস্টমারের সমাগম হয়েছে।

দেশি পণ্যের ই-কমার্স
দেশি পণ্যের ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্সের প্রচার ও ব্যবহার বাড়াতে প্রচুর পরিমাণে মিটআপ ও এক্সিবিশন আয়োজন করা দরকার। এর ফলে ক্রেতা বিক্রেতার মাঝে পরিচিতি ও সুসম্পর্ক ‍বৃদ্ধি পাবে। যা নির্বিঘ্নে কেনাকাটায় দারুণভূমিকা রাখবে। ওয়ারী ওয়েস্টার্ন গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এই মিটআপ এন্ড এক্সিবিশনে লক্ষণীয় ছিল, যে উদ্যোক্তা যত বেশি পরিচিত তার স্টলে তত বেশি কাস্টমারের ভীড়। ক্রেতারা খুবই আগ্রহ নিয়ে তাদের পরিচিত উদ্যোক্তাদের স্টলের পণ্য দেখেছেন এবং কেনাকাটা করেছেন।

পুরান ঢাকা ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন

দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে মিটআপ, এক্সিবিশন ও ফেসবুক প্রোফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা সরাসরি বিক্রিতে প্রভাব তৈরি করে। ফেসবুক প্রোফাইলে নিয়মিত সক্রিয় থাকার কারণে অন্যদের মনে আস্থা তৈরি হয়। আর মিটআপ ও এক্সিবিশনের ফলে সকলের প্রশ্নের জবাব পাওয়ার সুযোগ নিশ্চিত হয়। সরাসরি দেখা ও কথা হওয়ার কারণে উদ্যোক্তার আন্তরিকতাও প্রকাশ পায়

Leave a Reply

Scroll to Top