ইডিসির ইফতার পার্টি

ইডিসির ইফতার পার্টি

এপ্রিল ২০, ২০২২ : ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) একটি অলাভজনক ট্রাস্ট। দেশি পণ্য ও ই-কমার্সের উপর লেখাপড়া, গবেষণা, জরিপ, ডকুমেন্টেশন, কনটেন্ট ইত্যাদি সহ সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ইডিসি। দেশি পণ্যের প্রচারের স্বার্থে নানা রকম উদ্যোগ নিয়ে থাকে ইডিসি। ১০০ এর মতো দেশি পণ্যের গ্রুপ ইডিসি লক্ষ্য উদ্দেশ্য ও কাজকর্মকে সমর্থন করে। তাই ইডিসির সকল পরিকল্পনা ও কাজকর্ম দেশি পণ্যে ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে।

গত ২০ এপ্রিল ২০২২, রাজধানীর একটি রেস্তোরায় দেশি পণ্যের ৮০ জনের মতো ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে ইফতার পার্টি আয়োজন করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)। এতে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের উপদেষ্টা জনাব রাজিব আহমেদ, ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার, ভাইস প্রেসিডেন্ট নিগার ফাতেমা, ট্রেজারার উম্মে সাহেরা এনিকা, ডিরেক্ট রিসার্চ সালমা নেহা, ডিরেক্ট ইনফরমেশন রাকিমুন বিনতে মারুফ জয়া সহ দেশি পণ্যের ৮০ জনের মতো উদ্যোক্তা।

জেনিস ফারজানা তানিয়া
ইডিসির ইফতার পার্টি | জেনিস ফারজানা তানিয়া

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ প্রকল্প ‘ডিজিটাল পল্লী’র ডকুমেন্টেশন ও প্রচারের কাজ করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার। এই প্রকল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তাঁত বস্ত্র। এ কারণে মানিকগঞ্জের তাঁত পণ্যসহ সারাদেশের তাঁত পণ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় ইফতার পার্টিতে। এছাড়াও ডিজিটাল পল্লীর কারণে মানিকগঞ্জের তাঁত বস্ত্রের প্রচার, গুণগতমান, ব্যবহারে সুবিধা, ই-কমার্সের বিক্রির সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সবাইকে নিয়ে ইফতার করেন ইডিসি প্রেসিডেন্ট

Leave a Reply

Scroll to Top