গোপালগঞ্জের সম্ভাব্য জিআই পণ্য
ঢাকার অদূরে মধুমতি নদীর তীরে অবস্থিত একটি জেলার নাম গোপালগঞ্জ। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও সমাধি এই জেলার টুঙ্গিপাড়ায়। এ কারণে গোপালগঞ্জ জেলার ব্যাপক পরিচিতি থাকলেও জিআই পণ্যের মাধ্যমে জেলার পরিচিতিকে আরও এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে। তাই আজকে আলোচনা করবো গোপালগঞ্জের সম্ভাব্য জিআই পণ্য নিয়ে।
গোপালগঞ্জের রসগোল্লা
’গোপালগঞ্জের রসগোল্লা’ জেলার ঐতিহ্য। অন্তত ৮ দশক ধরে গোপালগঞ্জে উৎপাদন হয়ে আসছে এই রসগোল্লা। এই পরিচিতি ছড়িয়ে পড়েছে দেশ ও দেশের বাহিরে। ২০২৩ সালের আগস্ট মাসের ২১ তারিখে গোপালগঞ্জের রসগোল্লার জিআই স্বীকৃতি পেতে আবেদন করেছে জেলা প্রশাসন।
ব্রোঞ্জের গয়না
গোপালগঞ্জে ব্রোঞ্জের গয়না জিআই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করা যেতে পারে। এখানকার অসংখ্য মানুষ জড়িয়ে আছে এই গয়না উৎপাদনের সাথে। অতীতে প্রচুর পরিমাণে উৎপাদন হলেও চাহিদা কমেছে তাই জিআই স্বীকৃতির মাধ্যমে এই শিল্পের প্রচার, পরিচিতি, চাহিদা ও বিক্রি সারাদেশে বৃদ্ধি করার সুযোগ আছে। একই সাথে রাপ্তানী বাণিজ্যেও ভূমিকা রাখতে পারে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না। এই শিল্পের কারিগরদের নিয়ে গঠিত আছে ‘জলিরপাড় ব্রোঞ্জ মার্কেট সমিতি’।
ব্রোঞ্জের গয়নার গুলো ভিষণ আভিজাত্য প্রকাশ করে, তবে এ গয়না নিয়ে আগে জানা ছিলো না৷ এ কনটেন্ট জানার জন্য খুব উপকৃত করলো। অসংখ্য ধন্যবাদ। গোপালগঞ্জ এর রসগোল্লা খুবই মজার, জেলার ঐতিহ্য কে ধরে রাখতে এ পণ্যগুলো জি আই স্বীকৃতি পেলে এটা এ জেলার ব্রান্ডিংকে আরও এগিয়ে নিবে ইনশাআল্লাহ৷
আশাকরি শীঘ্রই জিআই স্বীকৃতি পেতে পারে।