পুরান ঢাকার ইংরেজি পত্রিকা ইভেন্ট

পুরান ঢাকার ইংরেজি পত্রিকা ইভেন্ট

আরিফা মডেল অনুসরণকারী উদ্যোক্তাদরে মধ্য থেকে কয়েকজন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাকে নিয়ে পুরান ঢাকার ইংরেজি পত্রিকা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর প্রেসিডেন্ট কাকলী তালুকদারসহ দেশি পণ্যের ৬০ জনের বেশি দেশি পণ্যের উদ্যোক্তা।

মোহাম্মদপুর তাজমহল রোডের ক্লাবমিক্স রেস্টুরেন্টে গত ১৬ই নভেম্বর, ২০২২ সালে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।

আরিফা মডেল একটি লেখাপড়া ভিত্তিক মডেল। এটি রাজিব আহমেদ স্যারের একটি আইডিয়া। এই মডেলের অধীনে অনেকগুলো টাস্ক (বাড়ির কাজ) রয়েছে। এর একটি হচ্ছে ১০০ দিন দৈনিক ইংরেজি পত্রিকা পড়া। তাই যেসব উদ্যোক্তারা এই মডেল অনুসরণ করছে, বাড়ির কাজগুলো নিয়মিত সম্পন্ন করছে তাদের মধ্য থেকে ১০০ দিন ইংরেজি পত্রিকা পড়া শেষ করা উদ্যোক্তাদের নিয়ে পুরান ঢাকার ইংরেজি পত্রিকা ইভেন্ট হয়।

ইংরেজি পত্রিকা

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া। তিনি বলেন, আরিফা মডেল নানা দিক থেকে আমাদেরকে এগিয়ে রাখে। এটিকে আমরা ম্যাজিকাল মডেলও বলতে পারি। যা আমাদেরকে বাংলা ও ইংরেজিতে দক্ষ করে। আরিফা মডেল দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসী, পরিচিতি বাড়ায়, বিভিন্ন দিক থেকে ক্যারিয়াদের সহায়ক হয়।

তিনি আরও বলেন, এই মডেল বেসিক দক্ষতাগুলো শক্তিতে রূপান্তা করার করার কারণে যেকোন বয়সের যে কেউ তা অনুসরণ করতে পারে এবং তাদের ক্যারিয়ারে এগিয়ে থাকতে পারে। এটি কেবল উদ্যোক্তাদের জন্য গাইডলাইন নয়, শিক্ষার্থী, চাকরি প্রার্থী-সহ সকলের জন্য সমানভাবে উপকারি।

সুনহেরার বক্তব্য প্রদান

আরিফা মডেলের একটি ইংরেজি পত্রিকা পড়া। নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার কারণে আত্মবিশ্বাস জন্মায় এবং পড়তেও ভালো লাগে। এটি আমাদেরকে স্বতন্ত্র করে। আমাদের বিল্ডিং এ হয়তো ২০-২৫ টা পরিবার বাস করে। হকার সেখানে অনেকগুলো পত্রিকা বিলি করলেও ইংরেজি পত্রিকা কেবল আমাকেই দেয়।

তানিয় আরও বলেন, আমরা এখন আধুনিক বিশ্বের নাগরিক। তাই আমাদের ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, লেখাপড়াসহ সবকিছু করতে হয় বিশ্বের সাথে তাল মিলিয়ে। আর সবকিছুর কনটেন্টই ইংরেজি। তাই ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস হয়ে যাওয়ার কারণে বিদেশী ব্লগ, আর্টিকেলও পড়া যায় সহজে।

ইভেন্টে খাওয়াদাওয়া

Leave a Reply

Scroll to Top