টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য

বাংলাদেশের পরিচিত জেলাগুলোর মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। প্রাচীনকাল থেকে এ জেলার পণ্যের সুনাম রয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের চমচম ও তাঁত বস্ত্র। দেশের সর্বশেষ স্বীকৃতি পাওয়া জিআই পণ্যগুলোর একটি, টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম। দেশের বিভিন্ন জেলায় চমচম উৎপাদন হলেও টাঙ্গাইলের চমচমের স্বাদ স্বতন্ত্র। চমচম ছাড়াও টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য রয়েছে অসংখ্য। মধুপুরের আনারসের পরিচিতিও সারাদেশে। স্বাদেও অনন্য। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে ডিপিডিটি বরাবর আবেদন করেছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল।

টাঙ্গাইলের শাড়ি
টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য টাঙ্গাইলের শাড়ি

টাঙ্গাইলের শাড়ি

তাঁত সমৃদ্ধ একটি জেলার নাম টাঙ্গাইল। প্রাচীনকাল থেকে তাঁতের শাড়ি উৎপাদন হয়ে আসছে টাঙ্গাইলে। টাঙ্গাইল জেলায় লক্ষাধিক তাঁত রয়েছে। যার সাথে জড়িয়ে আছে বহু মানুষের কর্মসংস্থান। তাঁত পণ্যকে গুরুত্ব দিয়ে জেলা ব্র্যান্ডিং স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘আমার ঘর আমার বাড়ি, গর্বের ধন টাঙ্গাইলের শাড়ী।’ দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নকে টাঙ্গাইল শাড়ির আতুড়ঘর বলা হলেও পুরো জেলায় রয়েছে তাঁত পণ্যের কার্যক্রম।

এখানে উল্লেখ করা দরকার টাঙ্গাইলের শাড়ি বলতে কেবল একটি শাড়িই নয়। এখানে রয়েছে বহুমুখী শাড়ির সমাহার। তাই টাঙ্গাইলের শাড়িগুলোর লিস্ট করার মাধ্যমে জিআই স্বীকৃতির জন্য অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

কাঁসা ও পিতল শিল্প

টাঙ্গাইলের প্রাচীন ও প্রসিদ্ধ শিল্পের মধ্যে এই শিল্প অন্যতম। এখানকার কাঁসা ও পিতল সারাদেশে সরবরাহ করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ, ভারতেও গিয়েছে। সৌন্দর্য আর গুণগত মানের কারণে শতবর্ষের অধিক সময় ধরে টিকে আছে টাঙ্গাইলের এই শিল্প। তাই নির্দিষ্ট নকশা বা পণ্যের জিআই স্বীকৃতি চেয়ে আবেদন করতে পারে যথাযথ কর্তৃপক্ষ।

টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য জামুর্কীর সন্দেশ
টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য জামুর্কীর সন্দেশ

টাঙ্গাইলের সম্ভাব্য জিআই পণ্য জামুর্কীর সন্দেশ

প্রাচীনকাল থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় উৎপাদন হয়ে আসছে সন্দেশ। যা, জামুর্কির সন্দেশ নামেই সর্বত্র বিখ্যাত। জিআই স্বীকৃতির মাধ্যমে জামুর্কির সন্দেশের বাজার তৈরি হতে পারে সারাদেশে।

Leave a Reply

Scroll to Top